তুমি আছো বলে:::---

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ১৯ নভেম্বর, ২০১৫, ০৯:০৬:৫৫ সকাল



তুমি আছো বলে-

আজো আকাশে বিদ্যূত চমকায়,

ঠাডা পড়ে তেতুল গাছের ডালে।

তুমি আছো বলে-

আজো মেঘ থেকে বৃষ্টি ঝরে,

নদীতে নৌকা ঢুবে কাল বৈশাখীর ঝড়ে।

তুমি আছো বলে-

আজো হাপানির টান বাড়ে,

কাশ হয় গরম ঠান্ডা একত্রে লেগে।

তুমি আছো বলে-

আজো রোমিওরা ঘুরে চারপাশে,

আত্মহত্যা করে মূর্খ পাগল বেশে

তুমি আছো বলে-

আজো মেঘে মেঘে বেলা বাড়ে,

কতো যুবকের স্বপ্ন ভাঙ্গে কিল ঘুষি খেয়ে।

তুমি আছো বলে-

আজো মোবাইলের ব্যালেন্স বাড়ে,

রাত্রি জাগা রেড়িও জকিরা ঠুসঠাশ

ইংরেজি বলে।

তুমি আছো বলে-

আজো হাইজাকাররা রাত্রি জাগে,

সর্ট প্যান্ট ছাড়া সবকিছু নিয়ে নির্ভয়ে ভাগে।

তুমি আছো বলে-

আজো লাল গোলাপের বিক্রি বাড়ে,

বাবার পকেট চুরির দায়ে ভালো ছেলেটা ফাসে।

--- ঝরাপাতা

বিষয়: সাহিত্য

১৩৪৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350468
১৯ নভেম্বর ২০১৫ রাত ১১:০৩
আফরা লিখেছেন : সে কে ভাইয়া ?
২০ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২১
290959
দ্য স্লেভ লিখেছেন : সে হল ঝরা পাতা, ঝরে পড়ে গেছে.....Smug
২০ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৫৮
290962
আফরা লিখেছেন : বেশি পন্ডিত !!
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২৪
291726
ঝরাপাতা লিখেছেন : ধন্যবাদ আফরা আপা (ধরে নেয়া যে আপনী মানবী)
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫০
291740
আফরা লিখেছেন : এতদিন আপনি আমাকে কি মনে করেছিলেন ভাইয়া ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File