এসো দু'জনে মিলি প্রানের বারান্দায়
লিখেছেন লিখেছেন ঝরাপাতা ০৮ অক্টোবর, ২০১৫, ১০:১০:০০ সকাল
তোর আর আমার মাঝে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কোনদিনও তর্ক হয়নি। ঝগড়া হয়নি।কথা কাটাকাটি, হাতাহাতি মারামারি কিংবা কোন প্রকার টু শব্দটিও হয়নি।
তুই আমার খুব কাছের ছিলি।আমিও তোর অতটাই কাছে ছিলাম।আমার বিশ্বাস সে জায়গাটায় দুজনে এখনও আছি।
আচ্ছা, আমি না হয় ফোন করিনি। করছিনা। তুইও তো কখনও করিস নি।তবে কি দুজনেই সম দায়ী নই কি? কি জবাব হবে এমনটির?
বন্ধুত্ব কি এতোটাই ঠুনকো যে, সামান্য ফোনের, ফেবু'র অভাবে শেষ হয়ে যেতে পারে?? নাহ! আমি বিশ্বাস করিনা। করতেও চাইনা। আমরা বন্ধু আছি, থাকবো।
কেমন আছিস তুই? আমি খুব একটা ভালো নেই। ভালো বলতে মনটা ভালো নাই। ইদানিং আমাকে তোর স্পষ্ট ভাবে এড়িয়ে চলা, ফোন না ধরা, রিপ্লাই না করা আমাকে ভীষন ভাবায়। আবেগাপ্লুত করে তোলে।
দোষ অবশ্য আমারও হতে পারে। আমিও একটা কেমন যেন। জানিস, একটা কথা আছে- ফ্রেন্ড ইজ ফ্রেন্ড, নো সরি নো থ্যাংকস্। এটি মেনে চলা যায় না দোস্ত? দুজনেই।
নিজ নিজ অবস্থান থেকে দুজনেই একটু সরে আসি।দু দিক থেকে দু হাত বাড়াই। একে অন্যের জন্য সম্পুর্ন উন্মুক্ত করি। শেয়ার করি যতো ক্ষোভ রাগ অনুরাগ কিংবা ঘৃনা গুলো। নিজ থেকেই আগ্রহী হই।
এভাবে আর চলছে নারে। আয় না আবার আড্ডায় মেতে উঠি পুরানোয়। গান গাই, খেলি। হাসি কাঁদি একসাথে। পাড়া মহল্লা দেশ দেশান্তর কাঁপিয়ে দেই। রাজি?
আসবি নাকি? নাকি আমি আসবো?
বন্ধু ছাড়া আসলেই অচল জীবন যৌবন। স্বপ্ন গুলো আয় একসাথে বাঁধি। গড়ি। ভাংগি। আয় ফিরে আয় প্রানে মিলি। কাঁধে কাঁধে।
কেবলই অপেক্ষা......
দুদিক থেকেই....
তুমি আমি.... কে আগে? নাকি এক সাথে??
বিষয়: বিবিধ
১৩১৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওয়াও কি সুন্দর কথা। খুব ভালো লাগলো পড়ে।
মুখ আর বুক বলে এক সাথে
সে হল...... বন্ধু .....
বন্ধু আমার ... বন্ধু আমার
পূরণো সে দিনের কথা ভুলবি কিরে হায়-
........
........
মন্তব্য করতে লগইন করুন