এসো দু'জনে মিলি প্রানের বারান্দায়

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ০৮ অক্টোবর, ২০১৫, ১০:১০:০০ সকাল

তোর আর আমার মাঝে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কোনদিনও তর্ক হয়নি। ঝগড়া হয়নি।কথা কাটাকাটি, হাতাহাতি মারামারি কিংবা কোন প্রকার টু শব্দটিও হয়নি।

তুই আমার খুব কাছের ছিলি।আমিও তোর অতটাই কাছে ছিলাম।আমার বিশ্বাস সে জায়গাটায় দুজনে এখনও আছি।

আচ্ছা, আমি না হয় ফোন করিনি। করছিনা। তুইও তো কখনও করিস নি।তবে কি দুজনেই সম দায়ী নই কি? কি জবাব হবে এমনটির?

বন্ধুত্ব কি এতোটাই ঠুনকো যে, সামান্য ফোনের, ফেবু'র অভাবে শেষ হয়ে যেতে পারে?? নাহ! আমি বিশ্বাস করিনা। করতেও চাইনা। আমরা বন্ধু আছি, থাকবো।

কেমন আছিস তুই? আমি খুব একটা ভালো নেই। ভালো বলতে মনটা ভালো নাই। ইদানিং আমাকে তোর স্পষ্ট ভাবে এড়িয়ে চলা, ফোন না ধরা, রিপ্লাই না করা আমাকে ভীষন ভাবায়। আবেগাপ্লুত করে তোলে।

দোষ অবশ্য আমারও হতে পারে। আমিও একটা কেমন যেন। জানিস, একটা কথা আছে- ফ্রেন্ড ইজ ফ্রেন্ড, নো সরি নো থ্যাংকস্। এটি মেনে চলা যায় না দোস্ত? দুজনেই।

নিজ নিজ অবস্থান থেকে দুজনেই একটু সরে আসি।দু দিক থেকে দু হাত বাড়াই। একে অন্যের জন্য সম্পুর্ন উন্মুক্ত করি। শেয়ার করি যতো ক্ষোভ রাগ অনুরাগ কিংবা ঘৃনা গুলো। নিজ থেকেই আগ্রহী হই।

এভাবে আর চলছে নারে। আয় না আবার আড্ডায় মেতে উঠি পুরানোয়। গান গাই, খেলি। হাসি কাঁদি একসাথে। পাড়া মহল্লা দেশ দেশান্তর কাঁপিয়ে দেই। রাজি?

আসবি নাকি? নাকি আমি আসবো?

বন্ধু ছাড়া আসলেই অচল জীবন যৌবন। স্বপ্ন গুলো আয় একসাথে বাঁধি। গড়ি। ভাংগি। আয় ফিরে আয় প্রানে মিলি। কাঁধে কাঁধে।

কেবলই অপেক্ষা......

দুদিক থেকেই....

তুমি আমি.... কে আগে? নাকি এক সাথে??

বিষয়: বিবিধ

১৩১৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344997
০৮ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩৯
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : প্রানের বারান্দায় পারমিতার সাথে পরমানন্দে লেনদেন আবেগের গতিবেগ পাঠক ক্ষাণিক টের পাইলাম...পড়ে পরমানন্দ পাইলাম শুভেচ্ছা ঝরাপাতাকে যার মড়মড় ধ্বনি কানে আজো বাঁজে.... পিলাচ পিলাচ পিলাচ
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২২
286261
ঝরাপাতা লিখেছেন : দারুন মন্তব্য করার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ মুন্সী ভাই।
০৮ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:০০
286292
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : এত্তো সু-দর্শন ভাই আপনি নিজেকে লুকিয়ে রাখেন কেন...!এইত সুপার হিরো আই লাইক ইউ ভাই...Happy
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২৬
291727
ঝরাপাতা লিখেছেন : মুন্সি ভাইয়া। লুকিয়ে রাখলাম কই? এটাতো আমার যমজ ভাইয়ের চেহারা মুবারক!!
344998
০৮ অক্টোবর ২০১৫ সকাল ১০:৪৫
অনেক পথ বাকি লিখেছেন : বন্ধু ছাড়া আসলেই অচল জীবন যৌবন। স্বপ্ন গুলো আয় একসাথে বাঁধি। গড়ি। ভাংগি। আয় ফিরে আয় প্রানে মিলি। কাঁধে কাঁধে

ওয়াও কি সুন্দর কথা। খুব ভালো লাগলো পড়ে।
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৩
286262
ঝরাপাতা লিখেছেন : ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
345001
০৮ অক্টোবর ২০১৫ সকাল ১০:৫৩
নাবিক লিখেছেন : ভালো লাগলো
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৩
286263
ঝরাপাতা লিখেছেন : ধন্যবাদ #নাবিক ভাই।
345006
০৮ অক্টোবর ২০১৫ সকাল ১১:৫২
হতভাগা লিখেছেন : একটাই কথা আছে বাংলাতে

মুখ আর বুক বলে এক সাথে

সে হল...... বন্ধু .....
বন্ধু আমার ... বন্ধু আমার
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৪
286264
ঝরাপাতা লিখেছেন : অসাধারন ছন্দে দারুন কমেন্টস্। #হতভাগা কে এ হতভাগার আন্তরিক ধন্যবাদ।
০৮ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:০৪
286278
হতভাগা লিখেছেন : এটা সিনেমার গান
345007
০৮ অক্টোবর ২০১৫ সকাল ১১:৫৬
আবু জান্নাত লিখেছেন : বন্ধু ছাড়া জীবনের পথ বড় অসহায়।
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৫
286265
ঝরাপাতা লিখেছেন : সত্যি কথা। শতভাগ সঠিক।
345019
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৪৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


পূরণো সে দিনের কথা ভুলবি কিরে হায়-
........
........

২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২৭
291728
ঝরাপাতা লিখেছেন : ক্যামনে যে ভুলি ভাই???
345031
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৪৪
ফরিদুল ইসলাম তুষার লিখেছেন : বন্ধু তুমি কই...........
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২৭
291729
ঝরাপাতা লিখেছেন : আছে। কোথাও হয়তো চা খাইতে গেছে।
345051
০৮ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২০
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২৮
291730
ঝরাপাতা লিখেছেন : ধন্যবাদ সবুজ ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File