বহুরুপী বহুমুখী ঈদ আনন্দঃ

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ০৫ অক্টোবর, ২০১৫, ১২:৫৬:১১ দুপুর

এক সময় ঈদের আগের রাতে প্রচুর ম্যাসেজ পাঠাতাম পরিচিতজনদের। তেমন একটা রিপ্লাই পেতাম না। এমনও হয়েছে যে শতাধিক মুঠোফোন নাম্বারে এসএমএস সেন্ড করার পরেও দশটাও রিপ্লাই আসেনি। হতাশ হয়ে গতো দুবছর ধরে আর ম্যাসেজ করা হয় না কাউকে। অবশ্য টুকটাক ফোন করি আগে পরে।

+--

গতো ঈদে স আদ্যক্ষরের এক ভাই এসএমএস পাঠিয়েছেন আমাকে। অবাক হবার পাশাপাশি অভিভূত আমি। এবারের ঈদে এটিই একমাত্র ম্যাসেজ যা আমি পেয়েছি। রিপ্লাই দিতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদও রইল তাঁর জন্য।

----

ইদানিং কালে সবাই কেমন যেন ব্যস্ত হয়ে যাচ্ছে। এখন আর উতসব পার্বণেও কেউ কারো খোঁজ রাখেনা। কি বন্ধু বান্ধব কি আত্মীয় স্বজন? কেউ কারো না। সবাই নিজ কাজো বা নিজ সার্কেল নিয়ে ব্যস্ত। আরো আছে এ অনুষ্ঠান সে অনুষ্ঠান।চারিদিকে কেবল আয়োজন আর আয়োজন। দম ফেলবার সময়ও নেই।

---

নিজ গন্ডিতে ব্যস্ততার ফলে আত্মীয় স্বজনদের সাথে দেখাশোনা বা সৌজন্যতা বিনিময় এখন সুদুর পরাহত। আমি অবশ্য চেষ্টা করি অন্তত পক্ষে ঈদের সময় স্বজনদের সাথে সাক্ষাত করার চেষ্টা করি। কিন্তু সবার সাথে সম্ভব হয়ে ওঠেনা। এ ঈদে এ বাড়ি তো আরেক ঈদে ও বাড়ি। বলতে পারেন ভাগ করে নিই। তবে প্রতি ঈদেই নানু বাড়ি যাই। নানা বেচে না থাকলেও নানি বেচে আছেন। তাঁকে দেখতেই প্রতিবার যাওয়া।

----

চাকুরূ জীবনে ছুটি স্বল্পতায় অনেকের বাড়িই যেতে পারিনা প্রচন্ড ইচ্ছে থাকা সত্ত্বেও। অনেক কে ফোন করি, দেখা করতে পারিনা। যা ভীষন পীড়া দেয় আমাকে। সরি সবার কাছে।

--

ঈদে দল বেঁধে বন্ধুদের বাসায় যাওয়া বেশ মজার হলেও এখন আর সেটি হয় না। আমাদের বদ্যনতায় সে রীতি এখন অতীত। কেউ কাউকে যেতেও বলে না, কেউ যায়ও না। সবাই ব্যস্ত। আমিও। অন্যরাও।

-----

ঈদের নামাজ শেষে পারিবারিক কবরস্থান জেয়ারত তথা দোয়া করা অভ্যেসে পরিনত হয়ে গেছে। যেখানে শায়িত আছেন আমার প্রিয়জনদের অনেকে। কবরের সামনে গিয়ে স্মরন করার চেষ্টা করি তাঁদের।

-----

যে কোন সময় বাড়িতে গেলেই আমার প্রিয় স্থান মেঘনার পাড়ে যাওয়া হয়। এবারের ঈদে ছয়দিন বাড়িতে ছিলাম প্রতিদিনই বিকেলে গেছি মেঘনা পাড়ে। ঘুরেছি রামগতির বিভিন্ন স্থানও। কি অপরুপ আমার জন্মস্থান না দেখলে বোঝানো যাবে না।

----

আমার একটি ছোট খাটো প্রতিষ্ঠান আছে। সেটার জন্যও ঈদের একদিন বরাদ্ধ থাকে।স্থানীয় নুরিয়া হাজীর হাটেই আড্ডা মারি।

----

চারিদিকে কতো কি!!! তবুও ঈদ উদযাপনে আগেরকার টেষ্ট পাই না। যান্ত্রিক ধাঁচের ঈদ আনন্দ এখন পানসে মনে হয়। কেবলই নিরামিষ অনুভূতি।

----

০১ ১০ ২০১৫ইং

বিষয়: বিবিধ

১১৭৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344511
০৫ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৫
আফরা লিখেছেন : জী আগের মত কিছুই আর নেই । আমরা নিজেরাও বদলে গিয়েছি । অনেক ধন্যবাদ ।
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৯:১৬
286051
ঝরাপাতা লিখেছেন : জ্বী ঠিক বলেছেন। ধন্যবাদ
344537
০৫ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মোবাইল মেসেজ থেকে ফেসবুক মেসেজ সহজ ও অনেক ব্যায় কম।
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৯:১৭
286052
ঝরাপাতা লিখেছেন : শতভাগ সত্য কথন। তবে ব্যয় কম হলেও তেমন গুরুত্ব বহন করে না ফেসবুকের ম্যাসেজ।
344567
০৫ অক্টোবর ২০১৫ রাত ০৮:৪২
শেখের পোলা লিখেছেন : সবই ঠিক আছে শুধুই আমরা এনালগ থেকে ডিজিটাল হয়েছি এই যা৷
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৯:১৮
286053
ঝরাপাতা লিখেছেন : হবে হয়তো। তাই বলেই তো আমরা বদলে গেছি। তাই না?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File