মাহে রমজানে জানতে চাওয়াঃ ০৪
লিখেছেন লিখেছেন ঝরাপাতা ২৭ জুন, ২০১৫, ০৫:৩৫:৩৪ বিকাল
বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা নানান ধরনের নানান বর্ণের টুপি পরিধান করেন। টুপি নিয়ে দেশ বিদেশে হর হামেশাই বিরোধ দেখা যায় মুসলমানদের মধ্যে। যেমন: গোল টুপি, লম্বা টুপি, ছয় কাট টুপি, পাগড়ী টুপি ইত্যাদি ধরনের টুপি।
আমার প্রশ্ন হলো:
#০১ টুপি তৈরি/কেনার ক্ষেত্রে কি কোন সুনির্দিষ্ট নিয়ম আছে কিনা? কিংবা কোন ধরনের টুপি পরা উচিত? কোন রংয়ের টুপি পরিধান করা উত্তম?
#০২ আমরা জানি টুপি পরা সুন্নাত। কিন্তু টুপি ব্যাতিত নামাজ সহহী হবে কিনা?
বিষয়: বিবিধ
৯১৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০২। মাথা ঢাকা সালাতের সৌন্দর্য। সালাত হয়ে যাবে তবে একটা সৌন্দর্য থাকবে না।
মন্তব্য করতে লগইন করুন