মাহে রমজানে জানতে চাওয়াঃ ০৪

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ২৭ জুন, ২০১৫, ০৫:৩৫:৩৪ বিকাল

বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা নানান ধরনের নানান বর্ণের টুপি পরিধান করেন। টুপি নিয়ে দেশ বিদেশে হর হামেশাই বিরোধ দেখা যায় মুসলমানদের মধ্যে। যেমন: গোল টুপি, লম্বা টুপি, ছয় কাট টুপি, পাগড়ী টুপি ইত্যাদি ধরনের টুপি।

আমার প্রশ্ন হলো:

#০১ টুপি তৈরি/কেনার ক্ষেত্রে কি কোন সুনির্দিষ্ট নিয়ম আছে কিনা? কিংবা কোন ধরনের টুপি পরা উচিত? কোন রংয়ের টুপি পরিধান করা উত্তম?

#০২ আমরা জানি টুপি পরা সুন্নাত। কিন্তু টুপি ব্যাতিত নামাজ সহহী হবে কিনা?

বিষয়: বিবিধ

৯১৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327679
২৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : রং নিয়ে মানুষ বেহুদা তর্ক করে. সাহাবীদের টুপিগুলো হত বড় ও ঢিলা যা গোটা মাথা ঢেকে ফেলত. আর পাগড়ি পরা সবচাইতে উত্তম. টুপি সুন্নাতের অংশ এটা ছাড়া তার জন্য় নামাজ জায়েজ যার টুপি কেনার সামর্থ নেই কিন্তু তাকে অবশ্যই এটা ছাড়ার পরামর্শ দেয়া যায়না যার সামর্থ আছে.
327698
২৭ জুন ২০১৫ রাত ০৯:২৮
ছালসাবিল লিখেছেন : ০১। মাথা ঢাকা সুন্নাহ
০২। মাথা ঢাকা সালাতের সৌন্দর্য। সালাত হয়ে যাবে তবে একটা সৌন্দর্য থাকবে না।

Day Dreaming

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File