মাহে রমজানে জানতে চাওয়াঃ ০২
লিখেছেন লিখেছেন ঝরাপাতা ২৬ জুন, ২০১৫, ০৩:৫২:২০ রাত
স্বীকৃত না হলেও প্রায় স্থানে প্রতিষ্ঠিত যে রমজানে খতমে তারাবীহ প্রথম ছয় দিন দেড় পারা করে পড়া হবে। পরবর্তীতে একপারা করে পড়ে সাতাশ রমজানে খমত সম্পূর্ন করা হবে। কিন্ত এ নিয়মটি দেশের সব স্থানে মেনে চলা হয় না। মসজিদ কমিটি বা হাফেজদের কারনে উল্লেখিত ধারা বজায় রাখা হয়না। ফলশ্রুতিতে বিভিন্ন স্থানে খতমে কোরআনের তেলওয়াতে কম বেশি প্রার্থক্য পরিলক্ষিত হয়। এখন আমার প্রশ্নঃ
#স্থান বা মসজিদ বদল করলে আমার খতমে তারাবীহ কি পরিপূর্ন হবে???
#একান্ত জরুরী কাজে (প্রাকৃতিক কর্ম, ওযু ছুটে যাওয়া, অসুস্থতা বোধ করা ইত্যাদি) কারনে দু চার রাকাত মিস করলে কি আমার খতম পুর্ন হবে?
বিষয়: বিবিধ
৯৩১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খতম করা টার্গেট না কি কোরআন ধিরে ধিরে শোনা ও তার অনুধাবন করা টার্গেট!!
ইমানের সাথে সাওয়াবের আশায় কিয়ামুল লাইল পড়ুন সেটাই বেস্ট
কিয়ামের সাথে সওয়াবের আশায় পড়ার ইচ্ছা তো অবশ্যই থাকা উচিত। আমিও চেষ্টা করবো।
ধন্যবাদ আপনাকে...
মন্তব্য করতে লগইন করুন