মাহে রমজানে জানতে চাওয়াঃ ০১

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ২৫ জুন, ২০১৫, ০৫:২৯:০২ বিকাল

নামাজে দীর্ঘক্ষন মনযোগ রাখার উপায় কি?? নামাজে দাঁড়ালেই কেন যেন দুনিয়ার সব কিছু মনে পড়ে।বার বার চেষ্টা করেও নামাজে মনযোগ দীর্ঘ করতে পারছিনা।

কেউ কি জানাবেন???

বিষয়: বিবিধ

১০০৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327469
২৫ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আল্লাহর কাছে পানাহ চান। তার কাছে চান। উনি সবকিছু ঠিক করে দিবে।
২৫ জুন ২০১৫ রাত ১০:৩৭
269771
ঝরাপাতা লিখেছেন : ধন্যবাদ আপনাকে
327471
২৫ জুন ২০১৫ রাত ০৮:৪৭
মাটিরলাঠি লিখেছেন :
1. তাকওয়া অর্জনের চেষ্টা করুন। গুগুলে তাকওয়া লিখে সার্চ দিন, নেটে উন্নত মানের লেখা পাবেন তাকওয়া সম্বন্ধে।
2. তাকওয়া, তাওয়াক্কুল, সবর অর্জনের চেষ্টা করুন।
3. একটি মাসয়ালাঃ সালাতে নানা রকম চিন্তা আসতে পারে, এটা দোষণীয় নয়, কিন্তু সে চিন্তা নিয়ে পরবর্তী চিন্তা করাটা দোষণীয় অর্থাৎ আসা চিন্তাগুলো নিয়ে রোলিং করা যাবে না, এরা আসবে বা আসতে পারে, নিজেই চলে যাবে।
4. সালাতের প্রতিটি ও ধারাবাহিক কাজগুলির উপর ও তাসবীহ্‌ সমূহের উপর পূর্ণ মনযোগ রাখু্ন, অর্থাৎ সূরা পাঠের সময় সূরার প্রতি, সূরা শেষে রুকুতে যাবেন ইত্যাদি।

@তোমার হৃদয় জুড়ে আমি ভাই লিখেছেন: "আল্লাহর কাছে পানাহ চান। তার কাছে চান। উনি সবকিছু ঠিক করে দিবেন।"

আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আ-মী-ন।

২৬ জুন ২০১৫ রাত ১২:০৪
269777
ঝরাপাতা লিখেছেন : বিস্তারিত বুঝিয়ে লেখার জন্য ধন্যবাদ
327493
২৫ জুন ২০১৫ রাত ১১:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চেষ্টা করুন এবং দোওযা করুন।
২৬ জুন ২০১৫ রাত ০৪:১৫
269784
ঝরাপাতা লিখেছেন : আল্লাহ যেন কবুল করেন। আমিন ।।। ধন্যবাদ ভাই
327514
২৬ জুন ২০১৫ রাত ০২:২০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনার জানতে চাওয়ার পদ্ধতিটা দারুণ..সবার মনে এ রকম উপলব্ধি জাগ্রত হোক। আপনার প্রচেষ্টা কবুল করুন আল্লাহপাক। ধন্যবাদ..
২৬ জুন ২০১৫ রাত ০৪:১৮
269785
ঝরাপাতা লিখেছেন : প্রথমতঃ ধন্যবাদ আপনাকে সুন্দর করে প্রসংশা করার জন্য। দ্বিতীয়তঃ আল্লাহ যেন কবুল করে সে দোয়ার জন্যও ধন্যবাদ।
327522
২৬ জুন ২০১৫ সকাল ০৭:৩৭
ছালসাবিল লিখেছেন : ভাইয়া Day Dreaming একাগ্রতা আনতে আপনি এই লিংকে গিয়ে দেখুন কিভাবে সালাতে একাগ্রতা বা খুশু অর্জন সম্ভব Click this link
২৬ জুন ২০১৫ দুপুর ১২:১১
269799
ঝরাপাতা লিখেছেন : গুরুত্ববহ লিংকটি শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File