মাহে রমজানে জানতে চাওয়াঃ ০১
লিখেছেন লিখেছেন ঝরাপাতা ২৫ জুন, ২০১৫, ০৫:২৯:০২ বিকাল
নামাজে দীর্ঘক্ষন মনযোগ রাখার উপায় কি?? নামাজে দাঁড়ালেই কেন যেন দুনিয়ার সব কিছু মনে পড়ে।বার বার চেষ্টা করেও নামাজে মনযোগ দীর্ঘ করতে পারছিনা।
কেউ কি জানাবেন???
বিষয়: বিবিধ
১০০৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
1. তাকওয়া অর্জনের চেষ্টা করুন। গুগুলে তাকওয়া লিখে সার্চ দিন, নেটে উন্নত মানের লেখা পাবেন তাকওয়া সম্বন্ধে।
2. তাকওয়া, তাওয়াক্কুল, সবর অর্জনের চেষ্টা করুন।
3. একটি মাসয়ালাঃ সালাতে নানা রকম চিন্তা আসতে পারে, এটা দোষণীয় নয়, কিন্তু সে চিন্তা নিয়ে পরবর্তী চিন্তা করাটা দোষণীয় অর্থাৎ আসা চিন্তাগুলো নিয়ে রোলিং করা যাবে না, এরা আসবে বা আসতে পারে, নিজেই চলে যাবে।
4. সালাতের প্রতিটি ও ধারাবাহিক কাজগুলির উপর ও তাসবীহ্ সমূহের উপর পূর্ণ মনযোগ রাখু্ন, অর্থাৎ সূরা পাঠের সময় সূরার প্রতি, সূরা শেষে রুকুতে যাবেন ইত্যাদি।
@তোমার হৃদয় জুড়ে আমি ভাই লিখেছেন: "আল্লাহর কাছে পানাহ চান। তার কাছে চান। উনি সবকিছু ঠিক করে দিবেন।"
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আ-মী-ন।
মন্তব্য করতে লগইন করুন