সরকারি পে-স্কেল: আমাদের দুশ্চিন্তা

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ১৪ মে, ২০১৫, ০৯:২৬:৪৮ সকাল

আসন্ন সরকারী পে-স্কেলে সরকারী চাকুদের বেতন দ্বিগুন হবে বলে চারিদিকে হু হু রব উঠেছে। সরকার ঘোষিত পে-স্কেলের ক্রম দেখলে তার অনেকটাই সত্য বলে মানা যায়। আলোচ্য খরব কিংবা সুবিধাটি দেশের চার শতাংশ সরকারি চাকুরেদের জন্য অত্যন্ত সুখকর সংবাদ হলেও আমাদের মতো বেসরকারি চাকুদের জন্য অতি ভীতিকর সংবাদই বটে!

সরকারি পে-স্কেল ঘোষনা অত:পর বাস্তবায়নের পর কি প্রতিবারের ন্যায় এবারও দ্রব্য মূল্যের দাম ঘোষনা ছাড়াই বেডে় যাবে কযে়ক গুন? বাডি় ভাড়া দ্বিগুন হযে় যাবে কোন প্রকার ছল ছাতুরি ছাড়াই? হে আল্লাহ! আমাদের রক্ষা করো পে-স্কেলের ঘুর্ণি হতে।

সরকারি পে-স্কেলের সাথে সাথে বেসরকারি কিংবা প্রাইভেট প্রতিষ্ঠান গুলো সংগতিপূর্ন ভাবে বেতন বৃদ্ধি করবে কি কর্তৃপক্ষরা? কিংবা সরকার এ বিষয়টি বিবেচনা করবে কি? দেশের উন্নয়নের একান্ত সহযাত্রী গার্মেন্টস্ শ্রমিকদের কে হবে? শিক্ষক সমাজের কি হবে?

সরকারের প্রতি আমাদের একান্ত চাওয়া সরকারি পে-স্কেল ঘোষণার সাথে সাথে যেন কোন ভাবেই দ্রব্যমূল্য বা বাডি় ভাড়া অযৌক্তিক হারে না বাড়াতে পারে বাডি়ওয়ালারা সে বিষযে় সতর্ক দৃষ্টি রাখার জন্য। সম্ভব হলে প্রাইভেট প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা, এনজিও এবং গার্মেন্টস সেক্টরে সরকারি পে-স্কেল এর সাথে সংগতিপূর্ন ভাবে বেতন নির্ধারনের জন্য উদ্যোগ নেবার দাবিও জানাই।

সমযে়র সাথে সাথে সরকারি চাকুরেদের বেতন বাড়বে এটা একটি ধারাবাহিক ও গতিশীল প্রক্রিয়া। তাছাড়া এটি সমযে়র একান্ত চাহিদাও বটে। বেতনক্রম অনুযায়ী সরকারি চাকুরীজীবীরা বহুদিন যাবত অবহেলিতই ছিলেন। বঞ্চিত ছিলেন। আমরা সরকারের এ বেতন বৃদ্ধির প্রচেষ্টাকে সর্বাত্মক ভাবে সাধুবাদ জানাই।

কিন্ত প্রতিবারই আমরা দেখি বেতন বাড়ানোর সাথে সাথে সাথেই কতিপয় লোভী ব্যবসায়ী,বাডি়ওয়ালা কযে়কগুন বেশি দ্রব্যমূল্যের দাম কিংবা বাডি় ভাড়া বৃদ্ধি করে দেয় কোন প্রকার তোয়াক্কা না করেই। অনেক ক্ষেত্রেই দেখা যায় এ বৃদ্ধির হার বেতন বৃদ্ধির হারের চেযে়ও কযে়কগুন বেশি। মনে প্রানে চাই এবার যেন এমন তুঘলকি কান্ড না ঘটে সংশ্লিষ্ট সবাই এদিকে নজর দেবেন। পাশাপাশি বেসরকারি খাতেও যেন সামঞ্জস্যপূর্ন বেতন বৃদ্ধি করা হয় সে ব্যাপারেও আশু পদক্ষেপ নিবে সরকার।

বিষয়: বিবিধ

৯৯৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320032
১৪ মে ২০১৫ বিকাল ০৪:৩৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সুন্দর ভাবনা। ধন্যবাদ
320056
১৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
শেখের পোলা লিখেছেন : বাকী ৯৬% এর হাতে হারিকেন হবে৷অন্ততঃ সরকারী ভোটগুলো কেনা থাকল৷৷
320288
১৬ মে ২০১৫ রাত ০১:৫৫

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File