নিম্ন মধ্যবিত্তের নিম্ন বিন্দু:::

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ০১ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৪০:৩২ রাত

মধ্যবিত্ত আর নিম্নবিত্তের মাঝামাঝি অবস্থিত আরেকটা শ্রেনি আছে যাদের নাম নিম্ন মধ্যবিত্ত।আমিই সেই হতভাগ্য যুবক যার অবস্থান অসংজ্ঞায়িত এ শ্রেনির সীমা রেখায় সীমাবদ্ধ।

-------------

পরিবারের অন্য সব সদস্যের যাবতীয় চাহিদা পূরনের অপ্রান চেষ্টায় সর্বদা চিন্তিত। সাথে আছে মৌলিক চাহিদা পূরনের পাহাড়সম টেনশন। কতো জনের কতো চাওয়া। আশা ভরসা আমাকে ঘিরে। তাদের সুন্দর পথ চলায় আমার সহযোগিতা। কতো রকম আবদার। ছোট বোন, বড় বোন, ভাগিনারা, বাবা মা, আত্মীয় স্বজন-- কতো হিসেব নিকেস!

------------

আমরা প্রতিদিনই বাজারের বাজেট কাটছাট করে কমাতে থাকি যতটুকু পারা যায়। এক বেলা ভালো খেলে অন্য বেলায় সবজি কিংবা ডাল ভাত খাই। প্রায় সকালে নাস্তার বদলে পান্তা খাই। চাইনিজ না খেয়ে রাস্তার পাশের ডাল পুরিয়া খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলি। রোজার ঈদে জামা কাপড় নিলে কোরবানীর ঈদে নিই না। রিকসার বদলে পাবলিক বাসে যাতায়াত করি।

-------------

কিছু করতে না পারলেও আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতে চেষ্টা করি। সবার সাথে সুখ দুখ শেয়ার করি। বিপদে আপদে এগিয়ে যাই। বন্ধু বান্ধবদের নিয়ে হৈ হুল্লোড করি।বিষয়হীন আড্ডা দেই। ছোট খাটো উপহার বিনিময় করি।

------------

কম খরচের আশায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি।হেঁটে কলেজে যাই। লজিং থাকি। টিউশনি করাই। মেসে না থেকে হলে থাকি। দুই পোশাকে বছর পাড়ি দিই। পড়ালেখা শেষে হন্যো হয়ে চাকুরী খুঁজি। মেধার মূল্যায়ন হবে ভেবে মনে মনে কাঁচ কলা খাই। বাস্তবতার দুয়ারে এসে আঘাত খেয়ে থেমে যাই বার বার। টাকা দিয়ে কর্ম কেনার দুঃসাহস করিনা। আমাদের মামা খালু নেই। পেশী শক্তি অথবা রাজনৈতিক খুঁটির জোর বিহীন আমরা।

------------

ছোট বেলা থেকেই আমরা মেনে নিতে শিখি। প্রেম প্রনয় আমাদের দুর থেকেই গুড বাই জানায়। বই পড়ি । কবিতা লিখি। অন্য দিকে ছন্দহীন জীবন কাটাই আর স্বপ্নের ফেরি করি। সাধ আর সামর্থের সমন্বয় করার অযথা চেষ্টা করি, সময় নষ্ট করি।

--------------

অবশেষে বেলা শেষে থেমে যাই। ছোট খাটো প্রাইভেট প্রতিষ্ঠানে সামান্য মাইনেতে জীবন কাটাই গার্মেন্টসে, এনজিও কিংবা মেডিসিন কোম্পানীতে। সংসার পাততে বিলম্ব করি ইচ্ছে করেই।

----------------

আজন্ম অপরাধ যেনো এ নিম্ন মধ্যবিত্ত পরিবার এবং এখানে জন্ম নেয়াটা।

বিষয়: বিবিধ

১০৯৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261067
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৩২
কাহাফ লিখেছেন : সুখ-দূঃখ হাসি-কান্নায় পারস্পরিক সহমর্মিতার অটুট এক বন্ধনে আবদ্ধ থাকে নিম্ন মধ্যবিত্ত নামের পরিবার গুলো,তাই আজন্ম পাপ বলে এ সব কে হেলা করা ঠিক নয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File