নৈতিক অবক্ষয়ে রুচিহীন মানসিকতা

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ৩০ আগস্ট, ২০১৪, ০৯:২৪:৪৪ রাত

বোন/ভাবী/মা/চাচী/কাজিন/স্ত্রী কে নিয়ে জরুরী কোন কাজে গেলেও শান্তি পাওয়া যায় না। কেমন যেন অস্বস্তি লাগে। ভীষন লজ্জা পেতে হয়। নিজেও এর শিকার আবার অন্যকেও শিকার হতে দেখেছি বহুবার।

#######

@@ রাস্তা কিংবা হাসপাতাল গেলে সব বয়সের পুরুষরা আড় চোখে তাকায়।

@@ রিকসায় চড়লেও একই। বাড়তি হিসেবে আছে বখাটেদের কটুক্তি নয়তো ইভটিজিং।

@@ রেস্টুরেন্টে গেলে বেয়ারাদের কানাকানি। হুশোহুশি।অপ্রয়োজনীয় কথার ফুলঝুরি।

@@ রাস্তায় চললে উঠতি পাতি নেতাদের শকুনে স্বভাবের শিকার। টাকা পয়সা জিনিস পত্র লুটে নেয়ার ধান্ধা পাঁয়তারা। অযথা ঝামেলা বাঁধানো আরো কতো কি??

#######

জাতির বিবেকের কাছে জানতে চাই:::

কোন নারীকে সঙ্গে নিয়ে চললেই কি সবাই প্রেমিকা কিংবা গার্লফ্রেন্ড হয়ে যায়? স্ত্রী হয়ে যায়? আর যদি প্রেমিকা গার্লফ্রেন্ড হয়েই থাকে তবে কি লাজেহালের শিকার হতে হবে??

######

ঐ সকল বখাটে ও দুশ্চরিত্রের লোক গুলোকে বলতে চাই- ছেলে আর মেয়ে একত্রে দেখলেই গার্লফ্রেন্ড বা প্রেমিকা হয়ে যায় না। বখাটে মন্তব্য করা থেকে বিরত থাকতে না পারলে অন্তত মন্তব্য করার আগে ওদের সম্পর্কটা দয়া করে জেনে নেবেন।

######

আসুন, পরস্পরকে সন্মান দিতে শিখি। সভ্য হই। অনৈতিকতা কে না বলি।

বিষয়: বিবিধ

১২৪০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259749
৩০ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সমস্যাটা হচ্ছে ষর্ষের মধ্যেই ভুত!
যারা নৈতিকতা বা মুল্যবোধের নামে এই কর্ম করে তাদের মুল্যবোধ ই হাটুর নিচে।
৩০ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৯
203528
ঝরাপাতা লিখেছেন : ভালোই বলেছেন ভাই সবুজ!!! আপন দন্ডে মুল্যায়ন সর্বোচ্চ ফলপ্রসু হয়েছে বলে মনে করি।
259750
৩০ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৭
আহমাদ তাহসীন লিখেছেন : ভাই আপনার সহযাত্রীকে ভালোমত পর্দা করতে বলুন। আপনি নিজেো করুন। তাহলে আপনার আশংকা কিছুটা কমে যাবে। পরিবেশ অনেক খারাপ হয়ে গেছে। সৌদি আরবে রোদের কারনে পুরুষরাও ঘোমটা পড়ে। Happy বাংলাদেশে যা অবস্থা সাথে বোন থাকলে আপনি যদি পান্জাবী না পড়েন প্রেমিক ভাববে। তাই নিজেও সুন্নতি পোশাক পড়ুন। আপনার সহযাত্রীকেও করতে বলুন দেখবেন বাইরে থেকে যাই ভাবুক অন্তত সমস্যা তৈরী করবে না।
৩০ আগস্ট ২০১৪ রাত ১০:০২
203533
ঝরাপাতা লিখেছেন : ধন্যবাদ ভাই সুন্দর বলার জন্য। খুব ভালো না হলেও পর্দা করার চেষ্টা করে। কেউ তো আর তার স্বজনদের উপস্থাপন করেনা। অন্তত যাদের ন্যূনতম জ্ঞান আছে।
জ্বী ভবিষ্যতে পর্দা করার/করানোর চেষ্টা করবো।
259764
৩০ আগস্ট ২০১৪ রাত ১০:১৭
আবু জান্নাত লিখেছেন : মাহরাম মহিলাদের সাথে নিয়ে পর্দার সাথেই বাহিরে যাওয়া উচিৎ। যেমন মা, বোন, ফূফু, দাদী, নানী, স্ত্রী ইত্যাদি। ভাবী, চাচী, কাজিন ইত্যাদি গায়রে মাহরাম মহিলাদের নিয়ে বাহিরে যাওয়ার অনুমতি শরীয়তে নেই। যদি একান্ত যেতেই হয় (যেমন মারাত্বক অসুস্থতার সয়ম ডাক্তারে কাছে নেওয়া ইত্যাদি এবং এসময় তার কোন মাহরাম কাছে না থাকে) তবে অবশ্যই হিজাব/পর্দার মাধ্যমেই নিবেন। ইন-শা আল্লাহ এসকল অনাকাঙ্খিত বিষয় থেকে রেহাই পাওয়া যাবে। আল্লাহ সহায় হোন।
259801
৩০ আগস্ট ২০১৪ রাত ১১:৪০
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : আসুন নিজে বদলাই।
259885
৩১ আগস্ট ২০১৪ রাত ০৪:৪৯
কাহাফ লিখেছেন : পর্দা-শালীনতা কে যত দিন পর্যন্ত প্রগতির অন্তরায় মনে করা হবে,তত দিন পর্যন্ত এ অবস্হার পরিবর্তন হবে না।
260254
০১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১৪
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : "আসুন, পরস্পরকে সম্মান দিতে শিখি। সভ্য হই। অনৈতিকতা কে না বলি।"
সহমত....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File