এ্যা জার্নি বাই ট্রেন
লিখেছেন লিখেছেন ঝরাপাতা ২৮ আগস্ট, ২০১৪, ০৯:৫৭:৩৯ রাত
নোয়াখালী টু ঢাকা বাই উপকূল-
ভোর সাড়ে ছয়টায় নোয়াখালী থেকে ছাড়ার কথা থাকলেও ছেড়েছে সকাল সাড়ে নয়টায়। ঢাকায় পৌছলাম সন্ধ্যা সাড়ে ছয়টায়। দেশব্যাপী অবরোধ থাকায় এতো কষ্টো মেনে নিলাম।যাক অন্তত আসা গেল।
*******
কিন্তু মানতে পারিনি নিচের বিষয়টা- পথে দুবার ইঞ্জিন বিকল।অন্য স্টেশন থেকে ইঞ্জিন এনে সচল দু'বারই। তাও আবার লোকাল ইঞ্জিন।
*********
ঢাকা টু নোয়াখালী--- একই ট্রেন তবে আজ অবরোধ ছাড়াঃ:::
*******
কমলাপুরে আসার কথা বিকাল চারটায়। কিন্তু আসলো রাত দশটায়। নোয়াখালীর উদ্দেশ্য চাড়লো রাত সাড়ে এগারোটায়। এখনও পথে আছি (পরদিন বেলা বারোটা(। গন্তব্যে পৌছবো কখন আল্লাহ-ই জানেন।
*********
দুইবারের আসা যাওয়ায় যা দেখলাম:::::
@ প্রচুর যাত্রী থাকলেও বিনা টিকেটে চলেন অনেকেই। স্বল্প দুরত্ব বাদই দিলাম অনেকেই আছেন পুরা পথটায় টিকেট ছাড়া।
@ কিছু যাত্রী আবার ট্রেনের ভেতরেই টিটিকে ম্যানেজ করে অর্ধেক ভাড়া দিচ্ছেন কোন টিকেট ছাড়াই।
@ বিড়ি সিগারেট যে যা ইচ্ছা অবাধে খাচ্ছেন কারো তোয়াক্কা না করেই।
@ অধিক পরিমানে হকারের উপস্থিতি ও প্রচুর ভিক্ষুক। দুটোয় বিরক্তিকর।
@ বহু যাত্রী দাড়ানো টিকেটে ভ্রমন করেন।
@ রেলের স্টাফরা বেশ খানদানী মনোভাপন্ন।টিকিট হর হামেশায়ই কালোবাজারী হচ্ছে।
********
অবশেষে বোধগম্য হলোঃ ব্যাপক যাত্রী ও অত্যন্ত জনপ্রিয় এবং নিরাপদ এ বাহন কেন লোকসানী হচ্ছে???এর জন্য কারাই বা দায়ী সেটাও অজানা থাকেনি!!!
****
বেশ কয়েকদিন আগের একটি লেখা।
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের দেশে সরকারী সব কিছুই অবহেলা/গাফিলতির শিকার , বিশেষ করে পরিবহন খাত গুলো । এবং এটা করে সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তা-কর্মচারীরাই ।
প্রচুর যাত্রী কিন্তু প্রায় সবাই যাচ্ছে বিনা টিকিটে বা কম দামে, রেলের লোকদেরও এতে কোন বিকার নেই - যে কারও মনে হওয়া স্বাভাবিক যে এভাবে রেলের লোকদের চলে কিভাবে ?
এতে বাসওয়ালাদের থেকে বিভিন্ন হারে পাওয়া উপঢৌকনের সন্দেহটা সামনে চলে আসে।
মন্তব্য করতে লগইন করুন