ব্যাচেলরনামাঃ

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ২৬ আগস্ট, ২০১৪, ০৯:৩৭:১৮ সকাল

নচিকেতার বিখ্যাত উক্তিটি মিথ্যা প্রমান করার জন্য ব্যাচেলর নামের অদ্ভুদ প্রানীটিই যথেষ্ট। তিনি বলেছেন পুরুষ মানুষ দুই প্রকার। জীবিত এবং বিবাহিত। কিন্তু আমি বলবো পুরুষ মানুষ তিন প্রকার। যথাঃ জীবিত, বিবাহিত এবং ব্যাচেলর। নচিকেতা অনেকটা ইচ্ছে করেই আমাদের মতো চাল চুলোহীন ব্যাচেলরদের বাদ রেখেছেন।

=======

ব্যাচেলররা পৃথিবীর আদিম প্রানিদের আধুনিক বংশধর। আমরাই বর্তমান বাংলাদেশে নির্যাতনের শিকার সবচেয়ে বেশি। বাড়ি ভাড়া নিতে গেলে ব্যাচেলরদের দেবেনা। একমাত্র ভুক্তভোগীরাই জানেন ব্যাচেলরদের বাসা ভাড়া নিতে কতো কষ্ট। অনেকটা হিমালয় জয় করার মতো বড়সড় ব্যাপার।মাঝে মাঝে মনে হয় হিমালয় জয় করাও সহজ কিন্তু ব্যাচেলরদের বাসা ভাড়া নেয়া দুরুহ।

=========

খাবার দাবারে বুয়ার উপর নির্ভরশীল। বুয়ার মেজাজ মর্জির উপর আমাদের তিনবেলার খাবার নির্ভর করে। বেশির ভাগই আলু ভর্তা আর ডালের পানি। ডালের পানি বলতে ডাল খুঁজে পাওয়া কঠিন। কেবলই হলুদ রং সাদৃশ।

========

আমরা রাত জাগি। আড্ডা দেই। কার্ড খেলি। দশটায় ঘুম থেকে জাগি।মশারি যে একবার টাঙ্গিয়েছি আর খোলা হয়নি। খুলেও লাভ কি আবার টানানো লাগবে। প্রতি রাতে এ উটকো ঝামেলা করবে কে? তাই মশারি ফিক্সড করে দিয়েছি।

==========

আমরা ফ্লোরিং করি।একজনের খাটে দুজন ঘুমাই।সুখ দুঃখ শেয়ার করি। টাকা পয়সা ধার দেই।নোট বিনিময় করি। একজনের বইয়ে দশজন পড়ি। একজনের জামা প্যান্ট অন্য জনে পরি। সকাল বেলা বাথরুমে সিরিয়াল দেই।টয়লেটের দরোজা পিটাই। ঝগড়া করি।

========

আমাদের খুপরি গুলো এক একটা মিনি সংসদ।জম্পেসে চলে কথার পিঠে কথা। রাজনীতি সমাজনীতি অর্থনীতি প্রেম ভালোবাসা কিছুই বাদ যায় না আমাদের আলোচ্য বিষয় থেকে। ক্লাসের সুন্দরী মেয়েটার হাঁটা চলা, ম্যাডামের চাল চলন, ক্লাস কিংবা লেকচার দেবার ফর্মুলা, মহিলা কলিগদের ঘিরে চলে তির্যক মন্তব্যের বাতুলতা।

==========

আমাদের শোবার খাট গুলো আগোছালো থাকে। বিছানা থাকলে চাদর থাকেনা। আবার থাকলেও এলোমেলো নয়তো অপরিষ্কার থাকে।দেশের নানান প্রান্ত থেকে আসা বিশ ঘরের দশজন মিলে আমরা মিলে মিশে থাকি।খাই দাই ফুর্তি করি।

==========

টিউশনী করি। চাকরী করি। ভাবলেশহীন জীবন কাটাই। পথ চলতে কেউ একজনের তীব্র অভাববোধ করি। আমাদের জন্য কেউ পথ চেয়ে বসে থাকে না। আমাদের ফিরে আসার জন্য প্রহর গোনে না। আমাদের পিছুটান নেই। সীমাহীন কষ্টের মাঝেও আমরা হাসি খুশি থাকার চেষ্টা করি। অনাগত জীবনের কথা ভাবি।

=========

নিজ পায়ে দাঁড়ানোর চেষ্টা করি। বিয়ে শাদি করার জন্য নিজেকে তৈরি করি।টুকটাক সঞ্চয় করি। পড়ালেখা শেষ করার আশায় থাকি। স্বপ্ন দেখি স্বপ্নের। আমাদের জীবন চলে নদীর মতো এঁকেবেঁকে। অনেকটা যেখানে গিয়ে থামে এরকম।

==========

জানি ব্যাচেলর জীবনের পরিসমাপ্তী হয়তো একদিন ঘটবে।কিন্তু আসলেই কি মুক্তি মিলবে এমন জীবন থেকে?? জীবন ও জীবিকার প্রশ্নে কতটুকু আমাদের সুখ কপালে সইবে?!!

===========

বিবাহিতরা বলে ব্যাচেলর জীবনটাই উত্তম।আর আমরা বলি কষ্টের। ব্যাচেলরত্ব কাটাতে আমরা চরম উদগ্রীব!!! কোনদিকে যাবো- স্বপ্ন না বাস্তবতা?????নাকি যেথায় গিয়ে ঠেকে!!

===========

০৫.০৬.২০১৪ইং

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258347
২৬ আগস্ট ২০১৪ সকাল ১০:০০
কাহাফ লিখেছেন : "নদীর এ পাড় কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপাড়েতে যত সুখ আমার বিশ্বাস।" ব্যাচেলর জীবনটাই ভালো ছিল রে ভাই........
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০০
202062
ঝরাপাতা লিখেছেন : তারপরেও নদী ওপাড়টা হাঁতড়ে দেখতে চাই। কি সুখ আছে ওখানে।
#####
সত্যিই বলেছেন ব্যাচেলরেই ভালো ছিলেন??? ধন্যবাদ ভাই
258364
২৬ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৭
মাহফুজ আহমেদ লিখেছেন : কোন জীবনই সুখের নয় আবার কোন জীবনই দুঃখের নয়।ঐ যে নদীর এপাড় আর ওপাড় আরকি!!
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০২
202063
ঝরাপাতা লিখেছেন : মাহফুজ ভাই!!
তবে এ কেমন জীবন সেটা???
একবার ঘুরে আসতে চাই চুপিসারে।
258424
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৮
হতভাগা লিখেছেন : ব্যাচেলরের জীবন স্বাধীন জীবন । এখানে অন্যের জীবনের সাথে নিজেকে জড়িয়ে ব্যক্তিত্ব+ আর্থিক+ মানসিক সংঘর্ষের সম্ভাবনা নেই । নেই আরেকজনের প্রতি নিয়ত ফাঁপড়বাজির যন্ত্রনা ।

যারা ব্যাচেলর থেকে বিয়েতে প্রমোটেড (!) হয় মাস দুয়েকের মধ্যেই বুঝে ফেলে যে সে কি ফেলে এসেছে বা হারিয়েছে ।
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২১
202087
আফরা লিখেছেন : হতভাগা ভাইয়া আপনি পোষ্ট দিচ্ছেন না কেন ? সবাই আপনাকে খোঁজতেছে তো !
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৩
202090
হতভাগা লিখেছেন : একটু ঝামেলায় আছি আপু । ইনশা আল্লাহ অচিরেই পোস্ট আসছে ।
২৭ আগস্ট ২০১৪ রাত ১২:১৬
202268
ঝরাপাতা লিখেছেন : বলেন কি!! বিবাহিত জীবনে এতো সমস্যা?? তবে কি ব্যাচেলরই থেকে যাব!!!

না না একবার প্রমোটেড হয়েই দেখি। এরপর আর নয়....
258450
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৯
মামুন লিখেছেন : খুব সুন্দর একটি লেখা। আমি একজন বিবাহিত হয়েও সপ্তাহের প্রায় ছয় দিন ব্যাচেলর কাটাই। প্রতি বৃহস্পতিবার বাসায় যাই। তাই আমি এই ব্যাচেলরদের কোষ্টতা অনেকটাই বুঝি। আপনার উল্লেখিত প্রথম এবং দ্বিতীয় স্তবকের কথা হুবহু মিলে গেলো। আল্লাহ পাক সকল ব্যাচেলরদেরকে ভাল রাখুন, এবং অতি সত্বর তাঁদের 'ব্যাচেলরত্ব' দূর করে দিন- আমীন। আপনার লেখার জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো। Rose Rose Rose
২৭ আগস্ট ২০১৪ রাত ১২:১৭
202269
ঝরাপাতা লিখেছেন : আপনার সাথে মিলে যাওয়ায় ধন্যবাদ। আপনার দোয়া যেন দ্রুত কবুল হয়। আমিন
258535
২৬ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৭
মাহফুজ আহমেদ লিখেছেন : দিল্লিকা লাড্ডু খাইলে ও পস্তাইবেন না খাইলেও পস্তাইবেন।
২৭ আগস্ট ২০১৪ রাত ১২:১৮
202270
ঝরাপাতা লিখেছেন : তাহলে খেয়েই পস্তায়!!! কি বলেন??
258646
২৭ আগস্ট ২০১৪ সকাল ০৮:০৫
মামুন লিখেছেন : ছুম্মা আমীন। আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো। Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File