বিয়ে

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ১৯ আগস্ট, ২০১৪, ১০:০৪:১৯ রাত

বিয়ে মানব জীবনের এক গুরুত্বপুর্ন সিদ্ধান্ত। ভালো কিংবা মন্দ যাই হোক না কেন বিয়ে একবার করলে তা থেকে ফেরার দ্বিতীয় কোন পথ খোলা নেই। অপেক্ষাকৃত ধনীদের জন্য বিয়ে করাটা তেমন ঝামেলার না হলেও আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের জন্য জটিল ও কঠিন এক কাজ। অনেকটা বিকলাঙ্গ পা নিয়ে হিমালয় জয় করার মতো ব্যাপার স্যাপার।

=====

পঁচিশ ছাব্বিশ বছর বয়সে বিয়ে করার উত্তম সময় হলেও আমাদের জন্য তা এক প্রকার নিষিদ্ধই বটে। পড়ালেখা শেষ করতেই চলে যায় এ বয়েস। এরপর কিছু একটা করতে লেগে যায় আরো বেশ ক বছর। তারপর পরিবারকে ম্যানেজ করে সঞ্চয় করা এক প্রকার কঠিন এক যুদ্ধ।

======

দু তিন বছর চাকরী বাকরী করার পর বিয়ে করতে মন চাইলেও নানান সীমাবদ্ধতার শেকল পায়ে জড়ে। পরিবারের অভাব অনটন। ছোট ভাই গুলোকে মানুষ করা। ছোট বোনটাকে অন্তত ইন্টার পাশ করিয়ে ভালো পাত্রস্থ করা। পরিবারের ভরন পোষনের দায় টানা। কতো বিষয় আশয়। ওদের পড়ালেখার খরচ। বড় ভাই কোন কারনে বিয়ে না করলে তো আরো অপেক্ষার পালা!

=======

সব ঝামেলা একপাশে রেখে বিয়ে করতে গেলেও ভয়। নূন্যতম দু ভরি সোনার গহনা। বিয়ের খরচ, খাওয়া দাওয়াসহ আনুষাঙ্গিক খরচের হিসেবের মারপ্যাঁচে বিয়ে করতে পিছুটান।নিজেকে একটা অবস্থানে পৌছানোর প্রানান্ত চেষ্টা আমাদের বঞ্চিত করে। পুরোনো ঘরটা ঠিক করে নেয়া। বাথরুম পাকা করা, পানির কল বসানো, দু চারটা গহনা বানানোসহ আরো কতো কি করার আয়োজন----

======

এক সময় অপেক্ষা আর প্রচেষ্টার ঘোরে বয়সের কোটা ত্রিশ পেরোয়। বিয়ে আর করা হয়ে ওঠেনা।এরপর চাইলেও আর বিয়ে করা সহজ বিষয় হয়ে ওঠেনা। ত্রিশ বত্রিশ তো বুড়োদের কাতারে! এক সময় হয়তো বিয়ে নামের সোনার হরিন শিকোয় জোটে বহু কাটগট পুড়িয়ে। যার বেশির ভাগই অসম বিয়ে বলে মনে হয়।

=======

আজন্ম প্রেমহীন জীবনে বিয়ে নিয়ে থাকে কতো পরিকল্পনার অজস্র সমীকরন। হানিমুন! বান্ধবী স্ত্রী! সোনায় সোহাগা আহ্লাদি সংসার! কিন্তু বাস্তবতার বাস্তবে সবই ভাগাড়।মিছে কল্পনা। বয়সের দোষ!আরো আছে বিদেশী বরের খপ্পর কিংবা ফাঁদ! আরো আছে কথিত সব উচ্চাবিলাসীনীদের অদ্ভুদ সব পছন্দ ও ভাবাবেগ। কোন মতেই যেন হিসেব মেলেনা যাযাবর জীবনের।

=======

বিয়ে নামের অদ্ভুদ এ খেলায় ধনীরা টিকে যায়। মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা কখনো সখনো হারতে হারতে জিতে যায়। এ দুটি কথিত শ্রেনীর মানুষ গুলোর জন্য হারতে হারতে জিতে যাওয়ার গেমটি হয়ে যায় বিকলাঙ্গ পা নিয়ে হিমালয় জয়ের মতো কঠিন পথে।মেনে নেয়া এবং মানিয়ে নেবার মতো!!

=======

(মেয়ে/নারীদের জন্য এ স্ট্যাটাস নয়)

=======

১৩.০৮.২০১৪ইং

বিষয়: বিবিধ

১৩২৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256084
১৯ আগস্ট ২০১৪ রাত ১০:২৪
আবু জান্নাত লিখেছেন : আল্লাহ তায়ালার উপর ভরসা করে তবে এগিয়ে যান, বিয়ের পরেও এ সব প্রয়োজনীয় বস্তু (পুরোনো ঘরটা ঠিক করে নেয়া। বাথরুম পাকা করা, পানির কল বসানো, দু চারটা গহনা বানানো) পুরণ করা যাবে। তবে বিবাহের সময় নিয়্যাত ঠিক রাখতে হবে, যে আমি নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, নবী স. এর সুন্নাত এর অনুকরণে আল্লাহর বিধান পালনে ও বনী আদমের ধারাবাহিকতা রক্ষার্থে বিবাহ করতেছি। এবং দ্বীনদার পাত্রীকে প্রধান্য দিতে হবে। তবেই ইনশা আল্লাহ কোন সমস্যা আর সমস্যা মনে হবে না। (আল্লাহ সহায় হোন)
১৯ আগস্ট ২০১৪ রাত ১০:৪৪
199641
ঝরাপাতা লিখেছেন : সুন্দর মতামত ও ইসলামী যুক্তির আলোকে পরামর্শ দেবার জন্য আন্তরিক ধন্যবাদ
256086
১৯ আগস্ট ২০১৪ রাত ১০:২৫
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : তারপরও কেউ বিয়ে না করে থাকে না :D/ :D/ :D/ :D/ :D/ :D/
১৯ আগস্ট ২০১৪ রাত ১০:৪৫
199643
ঝরাপাতা লিখেছেন : সুখে আর দুখে হোক অবশ্যই বিয়ে করা উচিত।
256094
১৯ আগস্ট ২০১৪ রাত ১০:৪৯
মামুন লিখেছেন : সময়োপযোগী এবং সুন্দর এই লেখাটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দেশের নিরিখে এটাই বাস্তবতা।
১৯ আগস্ট ২০১৪ রাত ১১:২৩
199676
ঝরাপাতা লিখেছেন : ধন্যবাদ উতসাহ দেবার জন্য। বাস্তবতাটাও উপলব্দি করার জন্যও
256133
১৯ আগস্ট ২০১৪ রাত ১১:৫৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার লেখায় বাস্তবতা পুঠে উঠেছে।

নিজের পায়ে দাড়িয়ে বিয়ে করা ছেলেদের জন্য চ্যালেঞ্জ! নিজের পায়ে দাড়াতে না পারলে স্ত্রীর নুন্যতম অধিকার টুকু দেয়া কষ্টকর। তাই নিজেকে পরিশ্রমি করে গড়ে তোলা অত্যন্ত জরুরী!! ধন্যবাদ
256255
২০ আগস্ট ২০১৪ সকাল ১১:১২
হতভাগা লিখেছেন : বিয়ে নিয়ে হতাশ হবেন না ।

এই ব্লগে প্রচুর জান্নাতি আপু আছেন ।

যারা আপনার কাছে একটা শাড়ি ও এক জোড়া স্যান্ডেল দেন মোহর হিসেবে পেলেই খুশি । আপনি তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী যেভাবে রাখবেন, যেভাবে খাওয়াবেন, যেভাবে পড়াবেন - তারা সেভাবেই খুশী । তারা সর্বদাই চাইবে আপনার মুখে হাসি ফোটাতে । আপনার সংসারকে তারা সুখের সাগরে ভাসিয়ে রাখবে সদা দ্বীনের আলোয় ।

জায়গা মত এসে গেছেন ভাই সাহেব । লেগে থাকেন । জান্নাতি আপুদের পোস্টে যান , কমেন্ট করেন । বুঝবেন আপনার কাঙ্খিত জায়গাতেই আছেন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File