এ কেমন জীবন
লিখেছেন লিখেছেন ঝরাপাতা ০৫ আগস্ট, ২০১৪, ০১:২৫:০৮ দুপুর
এ কেমন জীবন!
যে জীবন ঝরে যায় অকালেই
ঝরে যায় বানের পানির মতোন।
#####
প্রতি উতসব পার্বনেই ঝরে যায়
হিসেবহীন কতো গুলো উচ্ছ্বল প্রান
কেউ বেঁচে যায় নির্মমতায়
সিংহ ভাগই না ফেরার দেশে।
####
প্রতিবারই ততপর হই
প্রতিবাদ করি
প্রতিকার চাই
প্রতিবারই কেবল প্রতিরোধের হুংকার ছোড়ে
ঢাল তলোয়ারহীন অক্ষম রাষ্ট্র।
তবুও অঝোরে ঝরে প্রান
জাগতিক হিসেবের নিরেট অংকে।
কেউ বেওয়ারিশ
কেউ লাওয়ারিশ
কেউবা ভেসে যায়
কাউকে ভাসিয়ে দেয়া হয়!
####
প্রতিবারই ডোবে লঞ্চ
দায় এড়াতে লির্লজ্জ হাসি হাসে একুল ওকুল
প্রতিবাদ নেই
প্রতিকারও নেই!!
####
জনগন-
যেন এক জন্মহীন জারজ সন্তান
অধিকারহীন নরকীট।
#####
০৪.০৮.২০১৪ইং
(পদ্মায় লঞ্চ ডুবিতে নিহত/নিখোঁজদের স্মরনে লেখা)
বিষয়: বিবিধ
৯৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন