সহিংস বনাম অহিংস ফুটবল খেলাঃ

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ০৫ জুলাই, ২০১৪, ০৮:৫৮:৫১ রাত

গতোকাল রাতে কলম্বিয়ার খেলা দেখে মারাত্মক হতাশ হলাম।ফুটবলের নামে মাঠে নেমে তারা শুরু করেছে বলি খেলা।মারমার কাটকাট অবস্থা। অবশ্যই তারকা খচিত দল হিসেবে ব্রাজিল থেকেও কম ফাউল আশা করি সব সময়।

নেইমারসহ ব্রাজিলের বেশ কয়েকজন খেলোয়াড়কে যেভাবে কড়া এবং রাফ ট্র্যাকল করা হচ্ছিল তা কেবল আদিম যুগেই সম্ভব ছিলো!! কলম্বিয়ার বাজে খেলা দেখে মনে হলো সভ্যদের জন্য ফুটবল আসেনি!

খেলা এক কথা।আবার খেলোয়াড়দের কে ইচ্ছাকৃত ভাবে শারিরীক আঘাত করা কোন ভাবেই কাম্য নয়। ভালো খেলোয়াড়রা বিশ্বের সম্পদ।তাদেরকে তাদের স্বাভাবিক খেলা খেলতে দেয়া উচিত।

নেইমারের জন্য খারাপ লাগছে। তার খেলা হয়তো সামনের দু ম্যাচে ভীষন মিস করবো। নেইমার তুমি দুঃখ করোনা।তুমি কেবল কিছু বিকৃত খেলোয়াড়ের নোংরা মানসিকতার শিকার। তোমার জন্য শুভ কামনা রইলো।

পাশাপাশি কাপুরুষদের জন্য নিন্দাবাদ।

মেসির জন্যও ভয় হয় আজকে যদি তিনিও এমন বিকৃত মানসিকতার শিকার হন!! না কোন ভাবেই তা আমরা চাই না। কোন ভাবেই না। শুভ কামনা তোমার জন্যও।

ভালো খেলোয়াড়দের ভালো খেলা আমরা অবশ্যই দেখত চাই।একটি বিশেষ দলকে সমর্থন করলেও আমি সব সময়ই ভালো খেলার পুঁজারী। ভালো খেলে ম্যাচ জিতুক।জিতুক বিশ্বকাপও।জয় হোক ভালো খেলা ও সভ্য খেলার।

বিষয়: বিবিধ

৯৭৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242048
০৫ জুলাই ২০১৪ রাত ০৯:০৮
হতভাগা লিখেছেন : ব্রাজিলের বা ব্রাজিল সমর্থকদের তথা সুন্দর ফুটবল প্রিয়দের উচিত ফিফার বিরুদ্ধে খেলার মাঠে খেলার নামে এসব রক্তারক্তি প্রমোট করার কারণে মামলা করা ।
242219
০৬ জুলাই ২০১৪ সকাল ১০:৩৩
ঝরাপাতা লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File