জাতি হিসেবে আমাদের নৈতিকতার পঁচন ও অধঃপতনের স্তর

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ৩০ ডিসেম্বর, ২০১৩, ১১:৫২:০৩ রাত

আর কতো অধঃপতিত হলে জাতি হিসেবে আমাদের চেতনা ব্যবসায় পরিপূর্নতা আসবে?? কেউ কি জবাব টা দিতে পারেন?

আর কতো পাষন্ড কিংবা উন্মাত্ততা হলে ইতিহাসের দায় মুক্তি ঘটবে??? জানিনা জানিনা জানিনা।

রক্ত আর লাশের মিছিল কতো লম্বা হলে আমরা সভ্য হবো?

দলান্ধ রাজনীতির এ অদ্ভুদ খেলা কবে বন্ধ হবে?? গনতন্ত্র মুক্তি পাবে???

অর্ধেক আসনে নির্বাচন না হলেও নির্বাচনী ব্যয় আগের মতোই আছে। ছয়শত কোটি টাকার শ্রাদ্ধ! বিরোধী দলের টানা অবরোধের পর সরকারি দলের অঘোষিত কার্ফু।

আইন শ্রিংখলা বাহিনীর এক চোখা নীতি। হামলা মামলার নিত্য নতুন রেকর্ড। গুম খুন নির্যাতন আরো কতো কি???

অনেকেই হয়তো বলবেন আগের সরকার গুলোও তো এরকম জঘন্য আচরন করেছে।কথায় কথায় পেছনের উদাহরন টানেন। তাদের কে বলতে চাই- অতীতের নোংরামী থেকে সভ্য দশকে এসেও যদি পুর্বের আচরন অব্যাহত রাখি তাহলে জাতি হিসেবে আমাদের উন্নতির ধারা কই? গনতন্ত্রের গতো তিন দশকে তবে আমাদের প্রাপ্তি কি? কতোটুকু??

যে শোষন আর বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছে। পেয়েছি স্বাধীন আর সার্বভৌম দেশ। বিপরীতে সেই শোষন বঞ্চনা যদি থেকেই গেল তবে কি দাঁড়ালো? মুক্তি কি তবে পেয়েছি?

গনতন্ত্র আর সংবিধানের দোহাই দিয়ে রাজনৈতিক দল গুলো নানান ভাবে পিসে মারছে ক্রমাগত।ব্যক্তি স্বার্থের কাছে আমরা জনতা জলাঞ্জলি দেই সুন্দর আগামীকে।

সাময়িক প্রতিহিংসা কিংবা আনন্দ লাভের লোভী মনোভাবে এহেন কুকর্ম অথবা আচরন জাতি হিসেবে সংশয়ে পেলে দেয় আমাদের জীবন জীবিকাসহ সুস্থ রাজনৈতিক শাসন।

আর এসকল নোংরামির দায় থেকে দেশপ্রেমিক মানুষ হিসেবে আপনার আমার জবাবদিহিতা কতটুকু?

বিষয়: রাজনীতি

১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File