ফিরে আসুক এক সাহসী কলম সৈনিক

লিখেছেন লিখেছেন ঝরাপাতা ২২ এপ্রিল, ২০১৩, ০৬:৩১:৫৭ সন্ধ্যা

কথিত আছে মাকে ভালোবেসে ত্রিশটি বছর তাকে মাটিতে নামতে দেননি ভারেতের কৃষ্ণগোপাল নামের এক যুবক। তিনি দীরঘ ত্রিশ বছর ধরে তাঁর মাকে কাঁধে করে বয়ে বেডাচ্ছেন। যা এখনো করছেন। আর বাংলাদেশের মাহমুদুর রহমান নামের এক মধ্য বয়সী ভারপ্রাপ্ত সম্পাদক তার মাকে মিথ্যা মামলা থেকে বাঁচাতে আমরন অনশন করছেন। এরই মধ্যে সাত দিন অতিবাহিত হলেও তিনি তাঁর দাবিতে অটল। অনশনকালীন সময়ে কোন খাবার তো দুরের কথা পানিও পাণ করছেন না তিনি। ধীরে ধীরে তার অবস্থা সংকটাপন্ন হলেও তিনি অনশন ভাঙতে রাজি নয় যতক্ষন না তাঁর মায়ের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না ততক্ষন । চালিয়ে যাবেন তাঁর অনশন আমৃত্যূ।মায়ের ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন তিনি সেই সাথে শ্রমিক শ্রেনির জন্য তাঁর ভালোবাসা কতটুকু তাঁর প্রমানও তিনি রেখে চলেছেন। আমার দেশ পত্রিকার ছাপা খানার আঠার শ্রমিকের মুক্তির দাবি তাঁর দাবি গুলোর অন্যতম একটি।

মাকে ভালোবেসে হাসতে হাসতে জীবন দিতে চলেছেন এক সাহসী মানুষ। নিন্দুকেরা যাই বলুক দেখি তারা এমন পরিস্থিতিতে কি করেন ।বড় জোর সরকারের পা চাটতে পারেন এর বেশি কিছু নয়। শাসক শ্রেনির মন যোগাতে যারা আজ বন্দনা করছে যতো সব অন্যায়ের তাদের থেকে আমরা আর কি আশা করতে পারি। স্বজাতির দৈন্যতা দেখে যারা হাসছে অপেক্ষা কুরুন তাদের জন্যও এমন সময় আসা কঠিন কিছু নয়। চান্স আর বাইচান্স বিষয়টা তখন উহ্য থাকবে। এখন শুধু অপেক্ষার পালা।

সময়ের সাহসী সন্তান মাহমুদুর রহমানের প্রতি তাঁর এ ক্ষুদ্র ভক্তের অাবেদন প্লীজ অনশন ভেঙ্গে আসন ফিরে আমাদের মাঝে। আপনাকে দিশেহারা জাতির আজ সবচেয়ে বেশি প্রয়োজন। আপনার মতো সত্যনিষ্ঠ কলম সৈনিকের আজ দেশে বড়ই অভাব। সত্যের পথে লড়ে যাবার সত সাহস অাজ আর কারো মাঝে অবশিষ্ট্য নেই।শুধু তোমাকেই আজ বেশি প্রয়োজন। কি লাভ হবে অরন্যে রোদন করে? বরং তুমি বেঁচে থেকে হাজারো কলম সৈনিক গড়ে দিয়ে যাও যারা তোমার মতো বুক ঠেলিয়ে চলতে পারে। লেখালেখির শুরুতেই তোমাকে হারাতে চাই না। দেশ কে দেবার মতো এখনো অনেক কিছুই বাকি তোমার। তুমি চলে গেলে তোমার দেখানো পথে কে চলবে? এমন কাউকে দেখিয়ে দিয়ে যাও।তৈরি করে যাও তোমার যোগ্য উত্তরসূরী।তবেই তুম ওপারে গিয়ে শান্তি পাবে। আর তোমার মায়ের জন্য দোয়া করছি যেন তিনি জালিমের হাত থেকে অচিরেই মুক্ত হন। তোর ধৈর্যশীলা স্ত্রী যেন আরো বেশি ধৈর্য ধারন করতে পারেন সৃষ্টিকর্তার কাছে এ প্রার্থনা করি। তবুও তুমি অনশন ভাঙ্গো। কসম করে বলি তোমার সহযাত্রী হবে কোটি কোটি জনতা । তুমি ফিরে আসো । প্লীজ তুমি ফিরে আসো আমাদের মাঝে । অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। লড়াই করে বাঁচতে হবে। তোমার অপেক্ষায় বাংলাদেশ।

বিষয়: বিবিধ

১৬৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File