মনে পড়ে

লিখেছেন লিখেছেন সুখের পায়রা ১৬ মার্চ, ২০১৩, ০২:০৩:০১ দুপুর

আজ ছোটবেলার কথা খুব মনে পড়ছে । মনে পড়ে মার্বেল খেলার কথা, মনে পড়ে কানামাছি, গোল্লাছুট, ছিঁ কুতকুত, বউছি, আর চকচকালু খেলার কথা । ইস! কতই না ভাল ছিল সেইদিন গুলি । কোন টেনশন ছিলনা । দুরন্ত মনে যখন যা ইচ্ছে হতো তাই করে বেড়ানো যেত । কেউ কিছুই বলতো না । সে সময় কতই না ইজি কাজে বিজি ছিলাম ! পাখির বাসা খুঁজে বেড়ানো, কোন পাখির বাসায় কয়টা ডিম কয়টা ছানা তার হিসেব রাখা, বাঁশের কঞ্চি দিয়ে বন্দুক বানানো, গুলতি দিয়ে পাখি মারার ব্যর্থ চেষ্টা, নষ্ট বিয়ারিং দিয়ে তিনচাকার গাড়ি বানিয়ে তাতে চড়ে আর একজনকে ঠেলতে দেয়া, সাইকেলের স্প্রোক দিয়ে পটকা বানানো, গুনা ও দিয়াশলাইয়ের খালি ঠোঙ্গা দিয়ে টেলিফোন বানিয়ে খেলা করা, নানা ডিজাইনের ছোটবড় ঘুড়ি বানানো ও উড়ানো, কাগজের নৌকা বানিয়ে পানিতে ছেড়ে দেয়া, সাইকেলের ফেলে দেয়া টায়ার চালানো, পুকুরে গোসল করা, ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক্যাল যন্ত্রপাতি ঘুটঘাট করে নষ্ট করা অতঃপর মায়ের হাতে মার খাওয়া ।

আরও কত যে কি !

বিষয়: বিবিধ

১৪৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File