একটি বিজয় দেখব বলে
লিখেছেন লিখেছেন স্বপ্নীল ১০ মার্চ, ২০১৩, ১০:৪৮:৪৫ রাত
একটি বিজয় দেখব বলে.....
আজও বেঁচে আছি ক্ষুধা পেটে নিয়ে,
পাহাড়ের বিদীর্ণ প্রাচীরে প্রাণকে হাতের মুঠোয় ধরে।
একটি বিজয় দেখব বলে.....
বেঁচে এসেছি গিরিখাদের মৃত্যকূপ থেকে,
শৈল কৃষ্ঞ জীবন প্রায় শূন্যে ভাসিয়ে নিয়ে।
একটি বিজয় দেখব বলে.....
বুকের ভিতর নোনা চিত্কার চেপে রেখেছি অতি দির্ঘশ্বাসে,
মায়ার শিকল থেকে বেরিয়ে এসেছি শন্তপর্ণ হ্বিদয়ে।
একটি বিজয় দেখব বলে.....
তৃষ্ঞা কে গোপন রেখেছি মরুর প্রান্তরে থেকে,
আকাশের গজর্নে চুপ থেকেছি আশায় বুক বেঁধে।
একটি বিজয় দেখব বলে.....
যে বিজয়ে মায়ের কোলে ছোট্ট শিশুটি হাসবে,
নোঙর ফেলানো নৌকার মাঝি হাসবে সুখের লগনে।
একটি বিজয় দেখব বলে.....
যে বিজয়ে মানবতার মুক্তি আসবে,
দখিনা হাওয়ায় প্রাণ ভাসবে স্বপ্ন মাল্যদানে।
একটি বিজয় দেখব বলে......
যে বিজয়ে ব্যাথার গান আর সমাজ গাইবেনা,
কবি সাহিত্যিক আর লিখবেনা- 'আবার তোরা মানুষ হ'
রূক্ষ অমনিবাসে।
একটি বিজয় দেখব বলে......
বিষয়: সাহিত্য
১২৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন