এই প্রজন্মের ভাবনা

লিখেছেন লিখেছেন গ্রাম ছাড়া ঐ রাঙ্গা মাটির পথ । ১৭ মার্চ, ২০১৩, ১২:৩৬:১৮ রাত

১৯৭১ সালে যখন আমাদের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল তখন কোন কোন গোষ্ঠী এর বিরোধীতা করেছিল এই বলে যে এই যুদ্ধে লাভ হবে ভারতের । তখনকার প্রজন্ম তাদের এই এই যুদ্ধের বিরুদ্ধে আবস্থান মেনে নেয়নি। কিন্তু আমরা আজ ২০১৩ সালে এসে দেখছি ভারত তার লাভের জন্যই আমাদের যুদ্ধকে উসকে দিয়েছিল ।

আজ আমরা ভারতের অরথনৈতিক,রাজনৈতিক,সাংস্কৃতিক এবং ধরমীয় আগ্রাসনের শিকার । আজ আমাদের যুব সমাজ ভারতের মাদক দ্রব্য এবং আমাদের শিশুরা ভারতের ভেজাল ভিটামিন ক্যাপসুল দ্বারাআক্রান্ত।

এক পাদুয়াও রৌমারির প্রতিশোধ হিসাবে ভারত আমাদের দেশপ্রেমিক সেনাবাহনীকে এবং পরবরতীতে এই হত্যাকান্ডে রঅজুহাতে। বি ডি আর কে শেষ করে দিল । তা আজ সবার কাছে পরিষ্কার হয়েগেছে । আজ ভিরতের বি এস এফ।আর আমাদের বি জি বি আর আলাদা করা যায়না। এই সুযোগে ভারত সীমান্তে নিরীহ বাংলাদেশীদের নিয়মিত হত্যা করে চলেছে ।

ভারত তার রাম রাজ্য প্রতিষ্ঠার জন্য তার প্রতিবেশী সব রাজ্যকে গ্রাস করতে চায়অনেকে ভারতকে । পরবরতী সুপারপাওয়ারহিসেবে দেখতে আগ্রহী কিন্তুপ্রতিবেশীর সাথে গোলমাল জিয়েরেখে ভারত কতখানি সফল হিতে পারবে তা দেখার বিষয় ।এ প্রসঙ্গে আমেরিকার কথাবলা যায়।ভারত যে হারে তার প্রতিবেশীদের শোষন করে তার মতো যদি আমেরিকা তার প্রতিবেশীদের শোষন কতো তাহলে আমেরিকা আজ এই পরযায়ে আসতে পারতনা । আমেরিকার অরথনিতীতে প্রতিবেশী জনগনের অবদান কম নয় । ভারত কন্তু তা নয় , ভারতের নীতি হল আমিই সব খাবো ।

যারা ভারতপ্রীতিতে ভোগেন তাদের কাছে আমার একটা প্রশ্ন , এই সাউথ এশিয়াতে ভারতের সাথে কার সম্পরক ভাল আছে ? কড়ই গাছের নীচে যেমন অন্য গাছ হয়না তেমনি ভারত তার প্রতিবেশীর উন্নতিচায়না ।

তাই ভারতের প্রতিবেশী হিসাবে আমাদের থাক্তে হলে আমাদেরকে আমাদের স্বকীয়তা নিয়েই থাক্তে হবে । আর আমাদের স্বকীয়তা হল আমরা মুসলমান । নট মডারেট , নট লিবারেল জাস্ট পারফেক্ট মুসলমান । আর আমরা যদি আমাদের এই স্বকীয়তা বজায় রাখতে না পারি তবে আজ হোক বা কাল আমাদের এই প্রিয় মাতৃভূমি ভারতের গরভে এক দিন বিলীন হবেই ।

বিষয়: বিবিধ

১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File