আমাদের পদ্মা সেতু
লিখেছেন লিখেছেন গ্রাম ছাড়া ঐ রাঙ্গা মাটির পথ । ১৩ মার্চ, ২০১৩, ১২:৪৭:৪০ দুপুর
আমাদের পদ্মা নদী চলে বাঁকে বাঁকে ,
সেতু করার আশা দিয়ে বিশ্ব ব্যাংক ডাকে ।
গাড়ী নিয়ে যাবে আবুল কালকিনি বাড়ী,
সিনা উঁচু করে দিবে পদ্মা সেতু পাড়ি ।
পার হয়ে যায় দিন পার হয় রাত ,
আচমকা বিনা মেঘে যেন বজ্রপাত ।
কমিশন চেয়ে আবুল করল কি ভুল ,
টাকা দেয়না বিশ্বব্যাংক একি হুল স্থুল ।
গ্যাঁক গ্যাঁক করে উঠে সুরন্জিতের ঝাঁক ,
রাতে উঠে থেকে থেকে ওবায়দুলেয় হাঁক ।
তীরে তীরে ছেলেমেয়ে টিফিনের কালে ,
গামছায় সূধা ভরি সদনেতে ঢালে ।
সকালে বিকালে কভু বাজার হলে পরে ,
আঁচল ছাড়িয়ে তারা চাঁদার টাকা তোলে ।
সারা দেশে লীগে লীগে পড়ে যায় সাড়া ,
প্রয়োজনে কিডনী নাকী বেঁচে দিবে তারা ।
পেটের শিশুটিও কান করে খাড়া ,
ভূমিস্ঠ হইয়া বলে , এ কোন ফাঁড়া !!
বিষয়: বিবিধ
১০৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন