জিম্মি পুরো জাতি নেশাগ্রস্ত তরুন প্রজন্মের হাতে
লিখেছেন লিখেছেন গ্রাম ছাড়া ঐ রাঙ্গা মাটির পথ । ১৩ মার্চ, ২০১৩, ০১:০৩:০৭ রাত
বরতমান কালের স্মারট ব্যাবসা কি ? আপনারা জানেন ? হয়ত অনেকে জানেন আবার অনেকে জানেননা ।যারা জানেননা তাদেরকে বলছি , বরতমান কালের স্মারট ব্যাবসা হলো ইয়াবারব্যাবসা। বরতমান যুব সমাজ এই ইয়াবার নেশায় আসক্ত । একটি হোন্ডা ২ বা ৩ জন যুবক হলে এই ব্যাবসা ভালো জমে ।
ইয়াবা কি ? ঃ ইয়াবা একটি থাই শব্দ যার অরথ পাগলা ঔষুধ । এটি মূলত স্নায়ু উত্তেজক ট্যাবলেট । মূলত মেথয়াম্ফিটামিন ও ক্যাফেইন এর মিশ্রন । কখনো কখনো এর সাথে হেরোইন মেশানো হয় । এটা খাওয়ার বড়ি ও ধোয়া দুইভাবেই সেবন করা যায়।
ইয়াবাএকটি দামী ঔষুধ বিধায় এটি উচ্চবিত্তেরমাঝেই ব্যাপক বিস্তারলাভ করেছে । আর এই ব্যাবসার মূল টারগেট উচ্চবিত্তেরছেলে মেয়েরা।
মিয়ান্মারেওয়াএবং রকোকাং নামের আদিবাসী সম্প্রদায়ইয়াবারবড় উতপাদঙ্কারী ।
ইয়াবাপ্রথমে ট্রাকড্রাইভাদেরনিকট বিক্রী করা হতো চালকদের জেগে থাকার জন্য । পরে এর নেশা গুনের কারনে এটি নেশার বড়ি হিসেবে ব্যাপক পরিচিতি পায়।
আমাদের দেশে ৩।ধরনের ইয়াবাপাওয়াযায়। আমাদের দেশে এটি প্রথম দিকে যৌন উত্তেজক বড়ি হিসেবে ব্যাবহৃত হতো । ইয়াবাদীরঘ দিন সেবনের ফলে যৌন খমতা হ্রাস পায়। নিয়মিত সেবনের ফলে মস্তিষ্কে রক্তপাত, নিদ্রাহীনতা, খিচুনী, খাদ্যে অরুচি, মস্তিষ্ক বিকৃতি, ফুস্ফুসের ও কিডনির সমস্যা এবং দ্রুত গতির হৃদস্পন্দন হতে পারে । ওভ্যেস্ততারপর হঠাত ইয়াবারঅভাবে সৃষ্টি হয় আত্মহত্যা প্রবনতা এবং হতাশা ।
আমার খুব কাছের দুই যুবকের সাথে আমার কথা হয় এদের একজন একটি প্রাইভেট ইউনিভারসিটিতে অন্যজন ঢাকা ম্যাডিকেলে পড়ে । ওরা আমায় বললো ইয়াবা সেবন না করলে নাকি ওদের পড়া মাথায় ঢোকেনা । আমি প্রশ্ন করলাম আগে যারা ডাক্তার বা স্কলার হয়েছেন তারা কি সবাই এমন নেশা করতেন ?ওরা বললো জানিনা তবে এখন প্রায় সব উচ্চ শিখিতরাই এসব সেবন করে ।
এই যদি হয় আমাদের তরুন প্রজন্ম তাহলে আমাদের দেশের ভবিষ্যত কথায় ?
এই নেশাগ্রস্ত তরুন প্রজন্মর হাতেই আজ পুরো জাতি জিম্মি।
বিষয়: বিবিধ
১২৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন