এ সব কী হচ্ছে আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমিতে?
লিখেছেন লিখেছেন অনুসন্ধান ১০ মার্চ, ২০১৩, ১০:৪৬:২৯ রাত
একটার পরে একটা লাশ! চারিদিকে শুধু খুন আর গুম!! সকলের চোখে-মুখে এক ধরনের চরম আত্ঙ্ক ও উৎকন্ঠা। আসলে দেশে কী হচ্ছে? কোন দিকে যাচ্ছি আমরা? প্রাণহানীর সংখ্যা যত বেশি দীর্ঘ হচ্ছে, দায়িত্বশীলদের বিবেক-বুদ্ধি ততই যেন বিগড়ে যাচ্ছে। কোথায় কোন অঘটন ঘটলেই সবাই এক বাক্যে মুখস্ত বলতে শুরু করে এগুলো স্বাধীনতাবিরোধীদের কাজ। মাঝে মধ্যে বলতে মন চায়, সব কিছু যদি তারাই করে, তাহলে আপনারা কি করছেন? একটি সুজলা-সুফলা, শান্ত-সুন্দর দেশকে কিসের নেশায় আজ ক্ষমতাসীনরা এভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে? তা বুঝতে পারছি না। শুধুই কি ক্ষমতায় টিকে থাকার জন্য। জুলুম-নিপীড়ন চালিয়ে কি কেউ কোনদিন ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পেরেছে? একদিকে তারা মুক্তচিন্তার কথা বলছে, অন্যদিকে ভিন্নমত দলনের নজিরবিহীন নিয়ন্ত্রণ চলছে। একদিকে তারা মানবতাবিরোধী অপরাধের বিচার চাচ্ছে, অন্যদিকে পাখির মত মানুষ হত্যা করছে। আসলে আমাদের ভাগ্যে কি আছে, তা আল্লাহই ভালো জানেন। হে আল্লাহ তুমি আমাদের রক্ষা কর।
বিষয়: বিবিধ
১২৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন