মুমিন কভূ হয়না নিরাশ
লিখেছেন লিখেছেন অনুসন্ধান ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:০১:৪৪ রাত
মুমিন কভূ হয়না নিরাশ, হয়না আশাহত,
কষ্ট-দুঃখ, যন্ত্রণা আর বিপদ আসুক যত।
জীবনকে যে দান করেছে স্রষ্টা প্রেমের রাহে,
মৃত্যুমুখে দাঁড়িয়েও সে সত্যেরই গান গাহে,
প্রভূ যখন যেমন রাখে, তাতেই খুশী শত।।
ভোগ-বিলাসের পাশব জীবন নয়তো কামনা,
কুরআন দিয়ে সমাজ গড়া যাদের সাধনা,
আসবে আঘাত যত, মুমিন হৃদয় শানিত হয় ততো।
বিষয়: বিবিধ
১৩৬০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভালো লাগ্লো...
অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন