ব্লগার আসিফের ওপর হামলার অভিযোগে আটক ৪। আওয়ামী লীগের বৈঠকে প্রধানমন্ত্রী, মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি বরদাশত করা হবে না।
লিখেছেন লিখেছেন মুহাম্মদ আনোয়ারুল হক খান ০১ এপ্রিল, ২০১৩, ১১:১৪:৩৮ সকাল
আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহানবী (সা.)-কে নিয়ে কোনো কটূক্তি বরদাশত করা হবে না। সবাই নিজ নিজ ধর্ম পালন করবে। এ জন্য কোনো আন্দোলন করতে হবে না।
গতকাল রোববার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরাও তো মুসলমান। ইসলাম নিয়ে কেউ কটাক্ষ করলে আমাদের অনুভূতিতেও আঘাত আসে। আমার ধর্মের মর্যাদা কীভাবে রক্ষা করতে হবে, তা ভালো করেই জানা আছে। এ জন্য আমরা ইউটিউব বন্ধ করে দিয়েছি। এর জন্য কারও আন্দোলন করতে হয়নি।’
এদিকে ব্লগার আসিফ মহিউদ্দিনের ওপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ কথা জানানো হয়েছে। এ ব্যাপারে ডিএমপির মিডিয়া সেন্টারে আজ সোমবার সংবাদ ব্রিফিংয়ের বিস্তারিত জানানো হবে।
গত ১৩ জানুয়ারি রাজধানীর উত্তরায় আসিফ মহিউদ্দিনের ওপর হামলা চালানো হয়।
বিষয়: বিবিধ
১৪৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন