যারা নামাজ পড়ে এবং ইসলামেরও বিরোধীতা করে তারা কি ভেবে দেখেছে তারা তাদের অজান্তে কাদের জন্য প্রতি নামাজে দোয়া করে???????
লিখেছেন লিখেছেন পথিক মুসাফির ২২ জুলাই, ২০১৩, ০৪:২৭:৩৫ বিকাল
আমার মনে হয় আওয়ামীদের এত বড় বড় আলেম থাকা সত্বেও হাসিনাকে বা তাদের নেতাদেরকে এই বিষয়টা বুঝাননি যে তারা তাদের অজান্তেই ইসলামী ব্যক্তিত্বদেরকে দোয়া করেই চলেছেন। বুঝালে হয়ত এই দুয়া পড়া বাদ দিতে পারে বলে আমার মনে হয় ।
দেখুন এর মাঝে এক জায়গায় নেক লোকদের কথা বলা হয়েছে যারা ইসলামকে দুনিয়ায় প্রতিষ্ঠা করতে চায় তারা তো অবশ্যই নেক লোক সুতরাং তারা দোয়ার আওতায় পড়ে আর আওয়ামীরা অহরহ এই দোয়া করে যাচ্ছেন।
আর আওয়ামী যারা করে তারা কোন নেক লোক হতে পারে না। পড়ুন এবং অর্থ মিলান।
আত্তাহিয়্যাতু লিল্লাহে ওয়াসসালাওয়াতু ,ওয়াত্তায়্যিবাতু ।
অর্থঃ আমাদের সব সালাম শ্রদ্ধা, আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহ তা'লার উদ্দেশ্যে।
আসসালামু আ'লাইকা আইয়্যহান্নাবিয়্যূ ওয়া রাহমাতুল্লাহে ওয়াবারাকাতুহু।
অর্থ ঃ হে নবী! আপনার প্রতি সালাম, আপনার প্রতি আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক।
আস্সালামু আ'লাইনা ওয়ালা এবাদুল্লাহিসসালিহিন।
অর্থঃ আমাদের ও আল্লাহর নেক বান্দাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক।
আস হাদু আল্লাইলাহা ইল্লাল্লাহু ওয়াস হাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।
অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে,আল্লাহ ছাড়া আর কোন প্রভু ও মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে,হযরত মুহাম্মদ সাঃ আল্লাহর বান্দা ও রাসুল।
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন