এমন যদি হয় তাহলে প্রধানমন্ত্রী- ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের সকল অপকর্মের দায় কিভাবে এড়াবেন?? ??

লিখেছেন লিখেছেন পথিক মুসাফির ১৫ জুলাই, ২০১৩, ০২:৩৭:৩১ দুপুর

আজ অধ্যাপক গোলাম আজম সাহেবের বিরুদ্ধে রায় দিতে গিয়ে বিচারপতি এটিএম ফজলে কবির বলেন, ‘প্রসিকিউশন অভিযোগ করেছেন, জামায়াতের তৎকালীন সদস্যরা পাকিস্তানের বিভিন্ন সিভিলিয়ান আর্মিদেরকে সাহায্য করতেন।

আর গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ হলো, উনি আমীর হওয়ার পরও জামায়াতের যেসব নেতারা এমন অপরাধ করেছেন, তিনি তাদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেননি কিংবা শাস্তি দেননি। তাই যুদ্ধের সময় দেশে যত অপরাধ সংঘটিত হবে সকল কিছু তার উপর বর্তাবে। কেননা আন্তর্জাতিক আইনে সুপিরিয়র রিসপনসিবিলিটির কারণে কোন ব্যাক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে।’

তাহলে দেশে যত অপকর্ম ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের লোকেরা করেছে তার দায়ভারতো প্রধানমন্ত্রীর উপরেই বর্তায় কারণ তাদের অপকর্মের জন্য কোন শাস্তিমুলক ব্যবস্তা না নিয়ে বরং তাদেরকে লালন করেছেন।

বিচারপতি আরো বলেন, ‘ট্র্রাইব্যুনালের সকল মামলা থেকে এটা সম্পূর্ন আলাদা। গোলাম আযমের বিরুদ্ধে সরাসরি কোন অভিযোগ নেই। এ মামলায় মৌখিক কোন সাক্ষ্যের কোন দাম নেই। দালিলিক প্রমাণই প্রয়োজন। আর দালিলিক সাক্ষ্যের জন্য প্রসিকিউশন বিভিন্ন পত্রিকার কাটিং পেশ করেছেন।

এটাই যদি হবে তাহলে হাসিনার বিরুদ্ধে শত শত পেপার কাটিং ও মৌখিক সাক্ষ্য পাওয়া যাবে তাহলে কেন সে ধুয়া তুলসী পাতা হয়ে হয়ে থাকবে। তার বিচার এখন সময়ের ব্যাপার জনগণ তাদের বিচার অচিরেই করবে। আর ক্ষমতার পালা বদল হলে তার নামেও অনেক মামলা রজু হবে। তখন এই বিচারকেদর ও পসিকিউটরদের কি জবাব থাকবে ??

ফেরাউন ও নমরুদরা গায়ের জোরে যা করে গেছে ফলও তেমন পেয়ে গেছে। কিন্তু আমাদের দেশের নব্য ফেরাউনরা তা থেকে শিক্ষা নেই নি।

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File