অযথা কেন এত মেধা ও অর্থ অপচয়?????????????

লিখেছেন লিখেছেন পথিক মুসাফির ২০ জুন, ২০১৩, ১২:০০:৪৯ দুপুর

চিন্তা চেতনা যদি কথা ও কাজের সাথে সমন্বয় না থাকে তাহলে তার সুফল পাওয়া খুব কঠিন। দুদক নামক প্রতিষ্ঠানটি অতীব প্রয়োজনীয় একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে দেশের অসচ্চরিত্র ও দুর্নীতি পরায়ন লোকেরা স্বচ্চ ও জবাবদিহি মুলক কাজে ফিরে আসতে বাধ্য কিন্তু দুদকের এমন কার্যক্রম না থাকাতে দেশের এই অসচ্চরিত্র লোকেরা দেশের সমুহ ক্ষতি সাধন করে চলেছে।

এমনি এক চিত্র ফুটে উঠেছে বিদায়ী দুদক চেয়ারমানের বক্তব্যে।

পাঁচ বছর দায়িত্ব পালন শেষে বিদায়ী সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন কমিশনকে বরাবরের মত এবারও ‘নেইল এন্ড টুথলেস টাইগার’ বা ‘নখদন্তহীন বাঘ’ বলে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি বলেন, সমাজের চিহ্নিত শ’খানেক অপরাধীও যদি দুর্নীতির দায়ে শাস্তি পেত, তাহলে মানুষ দুদকের ক্ষমতা বুঝতে পারত।

কিন্তু এখন সংস্থার বিশাল কর্মকান্ড, তিনশোর মতো তদন্ত কর্মকর্তা এবং বছরে কয়েক কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচ করার পরেও দুর্নীতি দমনে তেমন কোনো অগ্রগতি হচ্ছে না।

তিনি হতাশা প্রকাশ করে বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির বিরুদ্ধে অনেক হৈ চৈ হয়েছে। অনেকে গ্রেফতার হয়েছিলেন। কিন্তু তারপর কী হয়েছে? আদালত অনেক মামলা পাঁচ বছরের জন্য স্থগিতাদেশ দিয়ে রেখেছেন। মামলায় তারিখের পর তারিখ পড়ে। এসব কারণে তিনি আবারো দুদককে ‘নখদন্তহীন বাঘ’ বলে মন্তব্য করেন।

একজন চেয়ারম্যানের এহেন মন্তব্যেই প্রমাণিত হয় দুদক কি ধরনের প্রতিষ্ঠান। ওঠে আসে তাদের কর্মকান্ডের ধরন। এই প্রতিষ্ঠানকে নিয়ে নানা সমালোচনা আজ বাস্তব বলে প্রমাণিত হয়েছে।

বিষয়: বিবিধ

১২৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File