আবারো সেই বিশেষ শ্রেণীর প্রাণীর কামড়া কামড়িতে দুই খুন!!!

লিখেছেন লিখেছেন পথিক মুসাফির ২৭ মে, ২০১৩, ১১:৩৭:০২ সকাল



আমরা সচারচার দেখি কোন খানে কোন প্রাণী মরলে তা কোথাও ফেলে রাখা হয় এবং তা খাবার জন্য কুকুর শিয়াল শকুন জড়ো হয় তা খবার জন্য । আমরা আরো জানি যদি একাধিক কুকুর থাকে তখন কে বেশী কাবে কোথা থেকে খাবে তাই নিয়ে নিজেরা কামড়া কামড়ি করে পরিবেশটা উত্তপ্ত করে ফেলে যার ফলে অন্যান্য প্রাণীগুলোর অবাধে খেতে বিঘ্ন সৃষ্টি হয় । কুকুরের এই স্বভাবকে তাই সমর্থন করা যায় না । তাই বলা হয়েছে " এ ডগ ইজ এ ম্যানজার পলিছি" কুকুর নিজেও খায় না এবং অপরকে খেতে দেয় না ।

আমাদের সমাজে দেখি ঠিক তদ্রুপ এক শ্রেণীর মানুষ তৈরী হয়ে গিয়াছে। বেশ কিছু দিন হতে লক্ষ্য করা যাচ্ছে তারা এই কুকুর শেণীর মতই আচরণ করছে । মানুষ চায় স্বাভাবিক পরিবেশে শান্ত হয়ে বাস করতে কিন্তু তারা নিজেরা নিজেরা উচ্ছিষ্ট আধিপত্য ভাগাভাগি নিয়ে কুকুর শেণীর মত আচরণ করছে। যার ফলে মানুষ তাদের কার্যকলাপে অতিষ্ট হয়ে উঠছে । এমনই আর এক ঘটনা ঘটেছে বগুড়ায় । আমি আর এক লিখলাম এই জন্য যে এই ঘটনা আগেও ঘটেছে তাই।

আমার মনে হয় এখনই সময় সিটি কর্পোরেশন যেমন এমন হন্যে কুকুর সব ধরে বাইরে ফেলে দেয় আমাদের ও উচিত এদেরকে তেমনি করা ।



Click this link

বিষয়: বিবিধ

১৩২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File