আমাদের শপথ সম্পর্কে আমরা কতটুকু ওয়াকেবহাল ???

লিখেছেন লিখেছেন পথিক মুসাফির ২৩ মে, ২০১৩, ০৩:৩৬:১২ দুপুর

আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা - হে আল্লাহ আমরা তোমার কাছে সাহাযৗ চাই।

ওয়ানাসতাগফিরুকা - তোমার কাছে গোনাহের জন্য ক্ষমা প্রার্থনা করি।

ওয়ানু,মিনু বিকা -তোমার প্রতি আমরা ঈমান এনেছি ।

ওয়ানাতা ওয়াক্কালু আ,লাইকা - আমরা কেবলমাত্র তোমার উপরই ভরসা করি ।

ওয়ানুসনি আ,লাইকাল খায়ের - সর্ব প্রকার মঙ্গলের সাথে তোমার প্রসংশা করি।

ওয়ানাশকুরুকা -আমরা তোমার শোকর আদায় করি,

ওয়ালানাক ফুরুকা - আমরা তোমার দানকে অস্বীকার করি না।

ওয়ানাখ লা ঊ ওয়ানাতরুকু মাইয়াফ জুরুকা - আমরা তোমার কাছে ওয়াদা করছি যে, তোমার অবাধ্য লোকদের সাথে আমরা কোন সম্পর্ক রাখবো না - তাদেরকে পরিত্যাগ করব।

আল্লাহুম্মা ইয়্যাকানা,বুদু _ হে আল্লাহ ! আমরা তোমারই দাসত্ব স্বীকার করি।

ওয়ালাকানুসাল্লি ওয়ানাসজুদু - কেবলমাত্র তোমার জন্যই নামাজ পড়ি, কেবল তোমাকেই সিজদা করি ।

ওয়াইলাইকানাসআ, ওয়ানাহফিদু ওয়ানরজু রহমাতাকা- এবং আমাদের সকল প্রকার চেষ্টা সাধনা ও সকল প্রকার কষ্ট স্বীকার কেবল তোমার সন্তষ্টির জন্যই করি ও রহমত লাভের আশায় করি।

ওয়ানাখশা আজবাকা - তোমার আজাবের ভয় করি।

ইন্না আজাবাকা বিল কুফ্ফারী মুল হিক -নিশ্বচয়ই তোমার আযাবে একমাত্র কাফেরগণই নিক্ষিপ্ত হবে।

আমরা যারা ৫ ওয়াক্ত নামাজে অভ্যস্ত প্রতি রাতে বিতরের নামাজে এই দুয়ার মাধ্যমে শপথ করে থাকি।

আমরা যদি সত্যিকারভাবে বুঝে নামাজ পড়ি বা এই দুয়া করি তাহলে কি আল্লাহর দ্বীন কায়েম যারা করতে প্রচেষ্টা চালাচ্ছে তাদের ছাড়া অন্য কাউকে কি নেতা হিসাবে গ্রহণ করতে পারি ? বা আল্লাহর কথা যারা বলে সেই দল ছাড়া অন্য কোন দল করতে কি পারি?

যারা এমন করে তাদের সম্পর্কে মহান আল্লাহ বলেন,

﴿إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ﴾

৫৫) আসলে তোমাদের বন্ধু হচ্ছে একমাত্র আল্লাহ, তাঁর রসূল এবং সেই ঈমানদাররা যারা নামায কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহর সামনে বিনত হয়৷

﴿وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ﴾

৫৬) আর যে ব্যক্তি আল্লাহকে, তাঁর রসূলকে ও মুমিনদেরকে নিজের বন্ধু রূপে গ্রহণ করে তার জেনে রাখা দরকার, আল্লাহর দলই বিজয়ী হবে৷

﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الَّذِينَ اتَّخَذُوا دِينَكُمْ هُزُوًا وَلَعِبًا مِّنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ وَالْكُفَّارَ أَوْلِيَاءَ ۚ وَاتَّقُوا اللَّهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ﴾

৫৭) হে ঈমানদারগণ ! তোমাদের পূর্ববর্তী আহলি কিতাবদের মধ্য থেকে যেসব লোক তোমাদের দীনকে বিদ্রুপ ও হাসি –তামাশার বস্তুতে পরিণত করেছে তাদেরকে এবং অন্যান্য কাফেরদেরকে নিজেদের বন্ধ হিসেবে গ্রহণ করো না৷ আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো৷

বাংলা উচ্চারনে ভুল হতে পারে । এজন্য ক্ষমা চাওয়া রইল আগেই।

বিষয়: বিবিধ

১২৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File