বোনকে খুজতে গিয়ে ভায়ের মৃত্যু আবার ছেলের মৃত সংবাদে মায়ের মৃত্যূ । এ এক অন্য রকম ট্রাজেডী !!!!! ।
লিখেছেন লিখেছেন পথিক মুসাফির ২৭ এপ্রিল, ২০১৩, ০১:০২:১৫ দুপুর
বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া এলাকার দরিদ্র আলমগীর তালুকদার তার স্ত্রী খোদেজা বেগম, তিন মেয়ে ও দুই ছেলেকে নিয়ে ঢাকার সাভারে বসবাস করছিলেন। আলমগীরের ছেলে মাসুম ও মেয়ে নুপুর দুই বছর আগে সাভারে রানা প্লাজার গার্মেন্টে চাকরি নেয়। ওই চাকরি দিয়েই চলছিল দরিদ্র আলমগীরের সংসার।
গত বুধবার গার্মেন্ট কারখানা ধসের খবর পেয়ে বাবা আলমগীর দ্রুত ঘটনাস্থলে গিয়ে মুখোমুখি হন জীবনের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডির। চোখের সামনে দেখতে পান ছেলে মাসুমের লাশ! বাবা আলমগীরকেই নিজ কাঁধে বইতে হয় সন্তানের এই লাশ।
আলমগীর খোঁজ নিয়ে জানতে পারেন, ঘটনার পর ছেলে মাসুম বেরিয়ে আসতে পরলেও আবার ভেতরে ঢোকেন বোন নুপুরকে উদ্ধারের জন্য। কিন্তু ভেতরে ঢোকার পর আর বেরুতে পারেনি মাসুম। ভবনের চাপায় মারা যান তিনি। আর মাসুমের বোন নুপুরকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
ছেলে মাসুমের মৃত্যুর খবর শুনে শোকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মা খোদেজা বেগম। মা ও ছেলের মর্মান্তিক এই মৃত্যুতে বরিশাল নগরীর দিয়াপাড়া এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। গত বৃহস্পতিবার বিকেলে বরিশালে গ্রামের বাড়িতে একই সাথে মা ও ছেলের দাফন সম্পন্ন হয়েছে।
Click this link
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন