একেই বলে মানবতা !!!!!!!
লিখেছেন লিখেছেন পথিক মুসাফির ২৫ এপ্রিল, ২০১৩, ০২:৪৩:৩৩ দুপুর
সাধারণ মানুষের মাঝে যে মানবতা আছে তারই কিছু নমুনা ।
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় সংবাদ মাধ্যমে রোগীদের করুণ অবস্থা দেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসহায় রোগীদের রক্ত দিতে আসছেন সাধারণ মানুষ। আর এই মহৎ কাজের জন্য অনেকেই অফিস থেকে নিয়েছেন ছুটি।
এমনই একজন ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম কুষ্টিয়া থেকে এসেছেন কেবলমাত্র রক্ত দিতে। বয়স প্রায় ৫০।
তিনি বাংলানিউজকে বলেন, শুধু লাশ আর লাশ। কাল সারাদিন বসে টিভিতে দেখলাম। জানলাম রক্ত প্রয়োজন। টিভিতে যাদের দেখলাম তাদের বেশিরভাগই আমার সন্তানের বয়সী। তিনি বলেন, আমার তো দিন শেষ। আমি চাই আমার সন্তানগুলো যাতে বেঁচে থাক।
ফারজানা মিরপুর বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান সম্মান চতুর্থ বর্ষের ছাত্রী। রক্ত দিতে আসা ফারজানা চোখের জল মুছতে মুছতে বলেন, রানা প্লাজায় আমার কোনো আত্মীয় নেই। কিন্তু মানুষগুলোর এ অবস্থা দেখে ঘরে থাকতে পারলাম না। তাই এখানে ছুটে এসেছি। আমার রক্তে যদি একজনেরও জীবন বাঁচে তাহলে নিজেকে ধন্য মনে করবো।
Click this link
বিষয়: বিবিধ
১৩৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন