নববর্ষে নজরুল ইসলাম অবহেলিত কেন ????
লিখেছেন লিখেছেন পথিক মুসাফির ১৪ এপ্রিল, ২০১৩, ০২:০৭:০৯ দুপুর
নববর্ষকে নিয়ে আমাদের চারুকলা পড়ুয়া ভাই বোনেরা কত রকমের হিংস্র প্রাণীর মুখোশ, পেচা,পাখি আরো অনেক কিছুর প্রতিকৃতি বানায় এসব দেখে মনে হয় যেন এসব তাদের নিজের মাঝে লালন করা এক কুৎসিত অভিব্যক্তি।
এখানে কি ঠাই পেত না ভাল ভাল মনীষীদের মুখোশ এবং ঘৃণার অভিব্যক্তির পরিবর্তে সুন্দর সাবলীলতায় আশার আলোকে উদ্ভাসিত মানুষদের প্রতিকৃতি ।
ঠাকুরের এসো এসো হে বৈশাখ এর পরিবর্তে কি কাজী নজরুল ইসলামের তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর, ঐ নুতনের কেতন উড়ে কাল বৈশাখীর ঝড় """"" এই গানটি কি গাওয়া যায় না ???
কিংবা মঙ্গল শোভা যাত্রায় বাংলাদেশের কোন সুন্দর কৃষ্টি মিশ্রিত এক অপরুপ দৃশ্য সম্বলিত কোন স্থিরচিত্র দৃশ্যায়ন করা যায় না ???।
ময়ুর হলো ভারতের জাতীয় পাখি কিন্তু তা খুব সুন্দর করে তৈরী করে সামনে আনে আমাদের দেশের উচ্চ শিক্ষিত চারুকলা শিল্পিীরা কিন্তু আমাদের জাতীয় পাখি দোয়েলকেতো তারা এভাবে দেখায় না। তাহলে তারা কোন দেশের সংস্কৃতি ধারণ করে আছে ? শালিক, ময়না ঘুঘু টিয়া চড়ুই কোথায় ???
আমি জানি না আপনারা কেহ এই বৈশাখে এখনও কাজী নজরুল ইসলামকে খুজে পেয়েছেন কিনা আমি জানিনা । চেস্টায় থাকনে খুজার দেখেন কোথাও তাকে পাওয়া যায় কিনা।
নতুন বছরে নতুনত্ব থাকবে এটাই স্বাভাবিক কিন্তু দেখি সেই দন্ত নখরওয়ালা বিভিন্ন বিভৎষ মুখোশ যা আমাদের সন্তানদের অনুপ্রেরনা যোগানোর পরিবর্তে ঘৃণা ও ভয় যোগাচ্ছে । আমরা যেন সন্তানেদেরকে এই সব অপসংস্কৃতি থেকে দুরে রাখতে পারি। এই কামনা করি।
বিষয়: বিবিধ
১০৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন