ব্লগারদের হাতে অস্ত্রঃ সমস্যা ও সম্ভাবনা
লিখেছেন লিখেছেন আইডেন্টিটি ২৫ মার্চ, ২০১৩, ১১:৪২:৫৯ রাত
খবর: “বৈধ আগ্নেয়াস্ত্র চান শাহবাগের নেতারা, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, মার্চের শুরুতে অর্ধশত শাহবাগকারী অস্ত্রের লাইসেন্স পেতে ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। ”
শাহবাগের বলোগারদের আংগুল এতদিন শুধু কিবোর্ডেই চলছিল, এখন আংগুলের পজিশন চেন্জ হয়ে ট্রিগারের দিকে যাচ্ছে। দেখা যাক ট্রিগারে তাদের পারফরমেন্স কেমন হয়। তবে আমি এখানে আশার দিক ও হতাশার দিক দুটোই দেখছি..
আশার দিক হলো, শাহবাগের জমায়েতের পেছনে ঐতিহাসিক ভূমিকা পালনকারী ছাত্রলীগের সুনার ছেলেদের এই লাইনে পারফেন্স অনেক আগের থেকেই বেশ পোক্ত। তাদের ট্রিগার থেকে বেশ ভাল ফলাফল আশা করাই যায়।
আর হতাশার দিক হলো, শাহবাগের মহান বিপ্লবী, আমরা যারা বলোগার তাদের অবিসংবাদিত নেতা এবং জাতির নানা ইর্মাণ সর্কারের বলোগের পারফরমেন্স খুবই দূর্বল। গুগল সাহেব ব্যাপক খুঁজাখুজি করিয়াও তাঁর উল্লেখযোগ্য কোন বলোগ পারমেন্স খুঁজে পান নাই। বলোগারদের নেতার বলোগ পারমেন্সই যদি এত দূর্বল হয় বুঝতে পারছিনা ট্রিগারে তার পারফরমেন্স ক্যামন হইবে?
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন