সেদিন নিজেকে ধন্য মনে করবো
লিখেছেন লিখেছেন আওয়াজ ২৯ মার্চ, ২০১৩, ১২:২৬:০৫ রাত
তুমি কাদেরকে এ প্রজন্মের প্রতিনিধী বলো
যারা গলায় হারমোনিয়াম বেঁধে রাষ্টীয় ব্যয়ে
রাত জেগে মৌজ মাস্তি করে তাদের ?
অন্ধ স্তাবকতায় তুমি স্বীকার করলেও
আমি কষ্মিন কালেও স্বীকার করবো না ওদের
এ প্রজন্মের প্রতিনিধী হিসাবে ৷
তুমি কাদেরকে এ প্রজন্মের প্রতিনিধী বলো
যারা রাষ্টীয় পৃষ্টপোষকতায় গনজাগরনের নামে
সমাজে বিদ্বেষের বিষবাষ্প ছড়িয়ে
জাতীয় ঐক্যে ফাটল ধরায় তাদের ?
যারা ধর্মীয় মুল্যবোধে আঘাত হেনে
লক্ষপ্রাণে রক্তক্ষরন ঘটায় তাদের ?
কিংবা স্বৈরাচারী শাসকের এজেন্ডা বাস্তবায়ন করতে
যারা তারুন্যের ধর্মকে বির্সজণ দেয় তাদের ?
অন্ধ স্তাবকতায় তুমি স্বীকার করলেও
আমি কষ্মিন কালেও স্বীকার করবো না ওদের
এ প্রজন্মের প্রতিনিধী হিসাবে ৷
যারা খেতে খামারে, কলে কারখানায়
শ্রম দিয়ে গড়ে তুলে শিল্পায়ন,
যারা মায়ের স্নেহ ফেলে প্রিয়তমা বধূর ভালবাসা ভুলে
সুদুরে শ্রম বেঁচে অর্থ পাঠায় আমাদের ভাল
থাকতে,তোমার চোখে তারা মজুর হলেও
আমার কাছে ওরা এ প্রজন্মের প্রতিনিধী ৷
ওরা যেদিন জাগবে সেদিন ঘটবে সত্যিকার
গনজাগরন,গড়ে ওঠবে প্রজন্ম স্কয়ার
ভেসে যাবে শাহবাগ নামে
তথাকথিত উন্মাদনা ৷
সেই তারুন্য মোহনায় অংশগ্রহন করতে
পারলে নিজেকে ধন্য মনে করবো ৷
বিষয়: বিবিধ
১১৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন