হেফাজতে ইসলামকে ধন্যবাদ।

লিখেছেন লিখেছেন শান্তি চাই ১২ মার্চ, ২০১৩, ০২:০৪:৫০ দুপুর

গন জাগরন মঞ্চ নামের আন্দোলন যা দেশের সরকারের পৃষ্ঠ পোষকতায় এবং আইন শৃঙ্খলা বহিনীর পাহাড়ায় পরিচালিত,যে খানকার মূখপাত্র সাহেবের পূর্ব পরিচয় ইতি মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে,এমন বন্ড প্রতারককে পীর আউলিয়াদের পূণ্য ভুমি চট্টগ্রামে অবাঞ্চিত ঘোসনা করায়,হেফাজতে ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে আল্লামা আহমদ শফি সাহেবের দীর্ঘায়ু কামনা করছি।আর যারা এই জাগরনকে গন জাগরন বলে আখ্যায়িত করছেন তারা কি আদৌ গন জাগড়ন শব্দের ব্যক্ষ্যা জানেন ।এটাকে আমি গন জাগরন না বলে জাগরন মঞ্চ বলতে চাই।মাঝে মধ্যে এই জাগরন শিশু ও কিশোর জাগরনে পরিণত হতে দেখা যায়।যে খানে মাঝে মাঝে শিশুদের শ্লোগানের মূল বাক্য উচ্চারনের দায়িত্ব দেওয়া হয়।আপনারা কেহ কি হলফ করে বলতেপারবেন যে,ঐ বাচচাটি সে তার নিজ ইচ্ছায় এখানে এসেছে এবং শ্লোগানের বাক্য গুলো তাকে শিখিয়ে দেওয়া হয় নাই ?আমি দেশের মানুষের কাছে জানতে চাই এই কোমল মতি বাচ্চাদের কি এভাবে হিংসাত্ত্বক করে তোলা হচেছ না? এ টা কি ভবিষ্যত প্রজম্মের জন্য ক্ষতিকর নয়? স্বাধীনতা,গনতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতায় বোরকা,হেজাব,পড়ায় বাধ্য করা যদি পিতামাতার জন্যে আইন সংঘত না হয় তা হলে একটি অবুঝ শিশূকে দিয়ে হিংসাত্মক ভুমিকা পালন করানো কি তাদের মতে গনজাগরন? জাগরন মঞ্চের আয়োজকদের অনুরোধ করব যদি আপনারা মনে করেন আপনারা গন জাগরন তৈরি করতে পেরেছেন তা হলে সরকারকে বলুন আমাদের সরকারী নিরাপত্তার দরকার নাই দেশের বেশীর ভাগ জনগন আমাদের সাথে আছে তারাই আমাদের নিরাপত্তা দিবে।সরকারের সহযোগীতা নিয়ে যে আদোলন তাকে জনগননের আন্দোলন বলা যায় না,তাকে বলা যায় সরকারের বা সরকারের দোষরদের এজেন্ডা বাস্তবায়নের আনেদালন। আমি ও মানবতা বিরোধীর বিচার চাই,কিন্তু বিচারের রায় দিবে আদালত।আমি কেন বলে দিব কি রায় দিতে হবে।জনগননের কথার উপর ভিত্তি করে যদি রায় হয় তা হলে বিজ্ঞ আদালত বা বিজ্ঞ বিচারকের দরকার কি, কিছু সংখ্যক জনগন বলে দিবে আর পুলিশ তা বাস্তবায়ন করবে তা হলে তো হয়ে গেল।

আমি হলফ করে বলতে পারি আজকের যারা জাগরনের নামে আন্দোলন করছে তারা যে ভাবে ইসলামের অবমানার সাথে জড়িত তারা তেমনি দেশের বিচার বিভাগ ও সংবিধান অবমাননার সাথে জড়িত।

এমতবস্থায় হেফাজতে ইসলামের সিদ্ধান্ত আমি যথাযথ সিদ্ধান্ত বলে মনে করি।

বিষয়: বিবিধ

১৯৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File