অবশেষে মুখ খুললেন আমাদের মিজানুর
লিখেছেন লিখেছেন মুসলিম বাঙ্গালি ১০ মার্চ, ২০১৩, ০৮:১৩:৩২ সকাল
একসময় প্রথম আলো পড়তাম। প্রথম আলোতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের প্রশংসা শুনতে শুনতে আমিও তাঁর ভক্ত হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম বাপকা বেটা। কিন্তু এখন আর প্রথম আলো পড়ি না। তাঁর প্রশংসাও আর শোনা হয় না। তার প্রতি সেই ভক্তি-শ্রদ্ধাও আর নেই। থাকবেই বা কেমনে? দেশে এতগুলো মানুষ মরল আর তার কোন খবর নেই। অথচ তিনি এই দেশের জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান।
অবশেষে তিনি খুলেছেন মুখ। তুলেছেন প্রশ্ন কেন যান না জাফরুল তার এলাকায়? অথচ সেথায় মানুষ হচ্ছে খুন।
আমি এতদিন ভেবেছিলাম যারা মরছে তাদের উনি মানুষ মনে করেন না। ব্যাপারটা হয়তো তাই হবে কারন তিনি কিন্তু পুলিশের গুন গাইতে ভুলেন নি। সেই পুলিশের যারা তাকে কারাগারে পর্যন্ত ঢুকতে দেয় নি বলে তিনি সংবাদ সম্মেলন করেছিলেন আর আমরা ভেবেছিলাম, আহা বাপকা বেটা।
যেই দেশে বিরোধী দলের কার্যালয়ে ঢুকে পুলিশ নির্বিচারে গুলি করতে পারে সেই দেশে কি করে একজন বিরোধী দলীয় নেতা এলাকায় যাবেন, তারতো ভয় ডর বলতেও কিছু আছে। যেই দেশে পুলিশ মানুষ মারে পাখির মত, মানুষ মারার রেকর্ড তৈরি করে গর্ব করে সেই দেশের সব মানুষের এখন আশ্রয় হিসেবে গুহার কথা ভাবতে পারে।
বিষয়: বিবিধ
৮৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন