আপনাদের সতর্ক করা আমার দ্বায়িত্ব তাই.........
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২২ জুন, ২০১৫, ১১:৩৫:১৭ সকাল
হে মুসলমান তোমরা কিভাবে বল??
আমরা ভোরের পাখি , দুপুরের সূর্য মুজিবের আদর্শে রণ তূর্য!!
তোমরা কিভাবে বল?
আমরা জিয়ার আদর্শের সৈনিক!!
অথচ তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার জীবন চলার বিধান যিনি দিয়েছেন তিনি বলেছেনঃ
" তোমাদের জন্য রাসুল (সাঃ) এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ"
হে মুসলমান তোমরা কিভাবে বল বা মানুষকে আহ্বান কর ধর্ম নিরপেক্ষ মতবাদ কিংবা জাতীয়তা বাদ বা অন্য কোন আদর্শের দিকে??
অথচ তোমাদের জন্য উত্তম আদর্শের ধারক বাহক রাসুল (সাঃ) বলেছেনঃ
যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শের দিকে মানুষকে আহ্বান করবে সে নিশ্চিতই জাহান্নামের জ্বালানী হবে, যদি ও সে নামাজ পড়ে রোজা রাখে, এবং নিজেকে মুসলমান বলে দাবী করে।। - (হাদিসে কুদসীর একাংশ মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে রাসুলের (সাঃ) জবানীতে)
বিষয়: বিবিধ
১৪০০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল লাগলো প্রিয় ভাই.. ধন্যবাদ..
মন্তব্য করতে লগইন করুন