শেষ যাত্রার অন্তিম ইচ্ছা.....। আসুন আমরা ও কিছু করি।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৮ এপ্রিল, ২০১৫, ০১:১৬:৪৯ দুপুর
হ্যা আপনি তো জনাব কামারুজ্জামান সাহেবকে খুবই ভালবাসেন তাই না ??
তবে আপনার সামর্থের আলোকে একজন ফকির বা মিসকিনকে অন্তত একবেলা মধ্যম মানের খাওয়ার ব্যাবস্থা করলে কেমন হয়??
কি দানের কথা বললেই ভঁয় হয় ?? ফিলে চমকে যায় ?? তাই না??
শহীদ কামারুজ্জামান কিন্তু মানুষকে মেহমান দারী করতে খুবই পছন্দ করতেন, আর গরীব মিসকিনদের খুবই ভালবাসতেন। তাইতো তিনি নিজের প্রতিষ্ঠিত এতিম খানার পাশেই অন্তিম শয়ানে যেতে ইচ্ছা পূষন করেছেন ,তাই এতিমখানার পার্শ্বেই উনার জন্য নতুন করে কবরস্থান তৈরি করা হয়েছে।
আর হ্যা উনার প্রীয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী উনার এলাকা শেরপুরের সব এতিম খানায় একবেলা খাবারের আয়োজন করেতে যাচ্ছেন ইনশে আল্লাহ্। আসুন আমরা ও আমাদের প্রতিবেশীদের সাহায্যে এগিয়ে আসি।
আরো চমৎকার এক উদ্যোগ নিয়েছে এই প্রানপ্রীয় সংগঠন , তা কি জানেন??
শেরপুরের ধর্ম বর্ণ নির্বিশেষে ,যাদের একমাত্র পরিচয় গরীব মানুষ, তাদের জন্য ৫-৭ দিনের বাজার করে দেওয়ার ব্যাবস্থা। কমপক্ষে ১০০০ পরিবারকে।
তবে আসুন না , আমরা ও আমাদের প্রতিবেশী গরীব দুঃখী পরিবার গুলোর পাশে দাঁড়ায় ,আল্লাহর সন্তোষের উদ্দ্যেশ্যে। তবেই না শহীদ কামারুজ্জামানের আদর্শের প্রতিফলন আমরা করতে পারব ইনশে আল্লাহ্। মহান রব আমাদের সহায় হোন।
আর হ্যা মনে রাখবেন সেবার জন্যই নেতৃত্ব। কামারুজ্জামান ভাইয়ের সেই কথা "ইসলাম এই দেশে বিজয়ী হবেই" তা আমাদের জনগণের সেবার মাধ্যমেই করতে হবে কিন্তু।
শেরপুরের মাটি তোমায় কতই না ভালোবাসে! অবহেলা-অযত্নে সংকীর্ণ কাঠের কফিনে ওরা তোমাকে তাচ্ছিল্য করতে চেয়েছিল। কিন্তু মজলুমের অশ্রুসাগরে ভালোবাসার প্লাবন তাদের সব চেষ্টা ব্যর্থ করেছে।
সেই সংগ্রামী মানুষের সারিতে;
আমাকেও রাখিও রহমান;
যারা কুরআনের আহবানে নির্ভীক;
নির্ভয়ে সব করে দান।
বিষয়: বিবিধ
১৫১২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ তায়ালার পক্ষ হতে যায় পাওয়া যায় বিনিময়....
মন্তব্য করতে লগইন করুন