একজন মানবতাবাদী ও তার গাড়ীর চালক....
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৫ এপ্রিল, ২০১৫, ০২:৪৩:৪৪ দুপুর
গতকাল , হ্যা গতকালই শুনলাম কামারুজ্জামানের সাবেক এক ড্রাইভারের কাছ থেকে।
তার এটি নবম চাকুরী, মানে ড্রাইভারের......। তার প্রথম দিনের ডিউটি শহীদ কামারুজ্জামান ভাইয়ের সাথে।
ড্রাইভারের পূর্ণাঙ্গ নাম ঠিকানা জিজ্ঞাসা করলেন। ব্যাক্তিগত খুজ খবর নিলেন।
আমার পূর্ণাঙ্গ নাম এত মধুর ভাবে ডাকলেন যে আমার মা বাবা ও এত সুন্দর এবং মায়া ভরে আমার নাম ডাকলেন বলে বলে আমার জানা নেই।
তারপর উনাকে সাথে নিয়ে ড্রাইভ করে উনার বাসার নিচে পৌঁছলাম। উনি আমাকে বললেন এটি আমার বাসা , আমি দুতলায় থাকি তুমি গাড়ী পার্ক করে দু তলায় আস।
ড্রাইভার পড়ে যায় গভীর ভাবনায় এ কি মানুষ? আমায় কি বলে??
বুঝে উঠতে না পারায় সে বাড়ীর সামনে গাড়ী পার্ক করে গাড়ীতেই বসে রইল।
একটু পর শহীদ কামারুজ্জামান ভাই নিচে আসলেন। গাড়ী পার্ক করতে ডিরেকশন দিয়ে ড্রাইভারকে সহযোগিতা করলেন। তারপর সাথে করে উপরে উঠালেন নিজের ড্রয়িং রুমে। পাশাপাশি সোফায় বসলেন । ভিতর হতে জানালার কাঁচে টুকা পড়ল অতপঃর উনি উঠে গিয়ে নিজেই নিয়ে আসলেন খাবারের ট্রে, এবং একসাথে বসে খেলেন। ড্রাইভারের মন বিশ্বাস করে না , একি স্বপ্ন? নবম চাকুরী আমার কেউ কোনদিন ডাকল না এত মধুর ভাবে? কেউ আমায় পাশে বসিয়ে একসাথে খেল না? তাই সে ইতস্তত করে প্রশ্নই করে বসল, স্যার একটা প্রশ্ন করতে পারি??
হ্যা হ্যা কর।
স্যার আপনার বাসায় কি কোন কাজের লোক নেই?
কামারুজ্জামান ভাই বললেন কেন বল তো?
এই যে আপনি নিজে গিয়ে আমাকে ডেকে নিয়ে আসলেন। গাড়ী পার্ক করতে সহযোগিতা করলেন , নিজে খাবার নিয়ে আসলেন ও সার্ব করলেন?
তিনি বললেন এটিই ইসলামের শিক্ষা।
একটা ছেলে আছে কাজ করার , সে পড়াশুনা করে।
এমন মানবতা বাদী ভাইটাকে কিনা, মানবতা বিরোধী অপরাধে ফাঁসী দিল???
এ জাতীর ভবিষ্যৎ কোথায়?????
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি ব্যাথা মনে নিয়ে গেলে, জানা হল না।
মন্তব্য করতে লগইন করুন