রসায়নের রস ছড়িয়ে যাক সর্বত্র মানবতার কল্যাণে.................. খুব সহজেই বানান মশার ফাঁদ

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৪ এপ্রিল, ২০১৫, ০২:০২:১৮ দুপুর



গরমে বা শীতে যেকোন সময়ে মশার উপদ্রপ থাকে। মাঝে মধ্যে মশার উপদ্রপ ধৈর্যের সীমা ছাড়িয়ে যায়। স্প্রে বা কয়েল কোন কিছুতেই এ থেকে বাঁচা যায় না। মশা মারার ফাঁদ বা খাঁচা তৈরি করে অনেকটা এদের হাত থেকে বাঁচা সম্ভব। ভাবছেন, কি করে সম্ভব মশাকে খাঁচায় পোরা? বুদ্ধি থাকলে সবই সম্ভব।

এমন একটা খাঁচা বানাব আমরা, যাতে কিনা মশা স্বেচ্ছায় গিয়ে ঢুকবে। অথচ বানাতে নেই মোটেও কোনও ঝামেলা। এই মশার ফাঁদ এক কোনায় রেখে দিলেই আপনার বাসা থাকবে মশা মুক্ত। বিশ্বাস হচ্ছে না? নিজেই চেষ্টা করে দেখুন না!

প্রস্তুত প্রণালী: প্লাস্টিকের বোতলটি ২ ভাগ করে কেটে নিন। পানির সাথে ব্রাউন সুগার মিশিয়ে মিশ্রণটি রেখে দিন একটু। চাইলে হাল্কা কুসুম গরম পানি নিতে পারেন। সেক্ষেত্রে ঠাণ্ডা করুন পুরোপুরি। ঠাণ্ডা হলে বোতলের তলায় ঢেলে দিন। ইস্ট ঢেলে দিন মিশ্রণের মাঝে, নাড়তে হবে না। ইস্ট কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, যা কিনা মশাদের জন্য খুবই আকর্ষণীয়।

এবার বোতলের মুখ বা ফানেল অংশটি বোতলের ওপরে ছবির মতন উলটো করে বসান। ইচ্ছা হলে মজবুত করার জন্য টেপ দিয়ে আটকেও দিতে পারেন। এবার বোতলের নিচের অংশটি কালো কিছু দিয়ে মুড়িয়ে দিন। কালো টেপ দিয়েও মুড়িয়ে দিতে পারেন। কেননা কালো রঙ মশাদের আকর্ষণ করে।

অন্তত ২৪ ঘণ্টা ইস্টকে ফারমেনট হবার সুযোগ দিন। পানিতে বুদবুদ বা ফেনা উঠলে বুঝবেন যে হয়ে গেছে। এবার এই ফাঁদ রেখে দিন আপনার ঘরের কোথাও, যেখানে জন সমাগম বেশি তার আশে পাশে রাখলেই ভালো।

মশা দেখবেন কেমন আকর্ষিত হয়ে এই ফাঁদে এসে ঢোকে আর মারা যায়। ভালো ফল পাবার জন্য ২ সপ্তাহ পর পর পানি, চিনি, ইস্টের মিশ্রণটি বদলে দিন। মিশ্রণ বদলাবার সময়ে দেখবেন আপনার তৈরি ফাঁদে পা দিয়ে মশাগুলো কেমন ধরা খেয়েছে। ভেবে দেখুন তো, এই মশাগুলো কামড় দিলে কি অবস্থা হতো আপনাদের!

বিষয়: বিবিধ

২৩৪৫ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312845
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ০২:২৭
গোলাম মাওলা লিখেছেন : ব্রাউন সুগার--- কই পাই। অন্য নাম কিন আছে
০৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২০
253856
সত্য নির্বাক কেন লিখেছেন : "ব্রাউন সুগার" উপকরণ-
মোটা দানার চিনি ১ কাপ
ঝোলা গুড় ১/২ টেবিল চামচ (যতটা ডার্ক আপনি চান)
লবণ ১ চিমটি

প্রণালি-
উপকরণগুলো একটা বড় বাটিতে নিন। তারপর কাঁটা চামচ বা বিটার দিয়ে মিক্স করতে থাকুন। একটু সময় লাগবে। ৮ থেকে ১০ মিনিটের মাঝে সমস্ত গুড় শুষে নেমে চিনি। ব্যস, তৈরি আপনার ব্রাউন সুগার। ইচ্ছামত গুড় বাড়িয়ে কমিয়ে লাইট বা ডার্ক করে নেবেন। দারুচিনিয় ফ্লেভার চাইলে দিতে পারেন মিহি দারুচিনি গুঁড়ো। লেমন বা অরেঞ্জ ফ্লেভার চাইলে এর খোসা চিনির সাথে দিয়ে বয়ামের মুখ আটকে রাখবেন। ২০ ঘণ্টা পরই সুন্দর ঘ্রাণ আসবে।
এম্নিতে দু কিলোগ্রাম ব্রাউন সুগার৷ যার আনুমানিক বাজার দর ১৭ থেকে ১৮ লক্ষ টাকা
আর ইস্ট বেকারীতে কিনতে পাওয়া যায়।
312851
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৪৮
গাজী সালাউদ্দিন লিখেছেন :
ব্রাউন সুগার, ইস্ট


এইগুলো কি বাজারে সহজলভ্য? যদি পাওয়া যায়, তাহলে কাজটি কঠিন মনে হচ্ছে না।

ধন্যবাদ রসায়ন থেকে একটু রস বিলানোর জন্য।
০৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২০
253857
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ। উপরের জবাব দেখুন।
312875
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো পরার্মশ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
253885
সত্য নির্বাক কেন লিখেছেন : আপ্নাকেও মোবারকবাদ
312908
০৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:০১
দ্য স্লেভ লিখেছেন : আপনি দারুন পরামর্শ দিলেন। জাজাকাল্লাহ
০৬ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪২
254216
সত্য নির্বাক কেন লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান।
312910
০৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:০২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ব্লগার মধ্যে যাদের মশায় ইনজেকশন দেয় আসুন আমাদের ভাইয়ের পরামর্শ গ্রহণ করুন ,,ধন্যবাদ ভাইয়া
০৬ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪৪
254218
সত্য নির্বাক কেন লিখেছেন : ধন্যবাদ।জাজাকাল্লাহু খায়রান।
312916
০৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:১৪
শেখের পোলা লিখেছেন : দারুন বিষয়তো! অনেকেই উপকৃত হবে সন্দেহ নেই৷ দেশেগিয়ে বানাব ইন শা--৷ এখানে মশা মাছি দেখতে যাদুঘরে যেতে হয়৷ ধন্যবাদ৷
০৬ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪৪
254219
সত্য নির্বাক কেন লিখেছেন : কতই না আল্লাহর রহমতের মধ্যে আছেন.....
০৬ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৮
254300
শেখের পোলা লিখেছেন : আল্লাহ তার রহমত সর্বত্রই দিয়েছেন৷ মানুষ অপব্যবহারে তা নষ্ট করেছে৷ নিঃসন্দেহে আল্লাহ ভাল রেখেছেন, তার পরও নিজের দেশ ছেড়ে আসতে হয়েছে, এটা চাইনি৷ ধন্যবাদ৷
০৮ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩৪
254605
সত্য নির্বাক কেন লিখেছেন : আলহামদুলিল্লাহ
312923
০৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪৭
ছালসাবিল লিখেছেন : MOney Eyes MOney Eyes MOney Eyes MOney Eyes Thumbs Up MOney Eyes MOney Eyes MOney Eyes MOney Eyes
০৬ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪৫
254220
সত্য নির্বাক কেন লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
312929
০৪ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৫
আবু জান্নাত লিখেছেন : ইস্ট কি? সব বেকারীতে কি পাওয়া যাবে? আশাকরি উত্তর পা্ব।
জাযাকাল্লাহ খাইর, বাড়িতে গিয়ে ট্রাই করবো। প্রিয়তে রাখলাম, যেন না হারায়।
০৬ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪৬
254221
সত্য নির্বাক কেন লিখেছেন : সব বেকারীতে ব্যবহার হয় । তাদের জিজ্ঞেস করলে বলে দিবে কোথায় পাওয়া যায়। জাজাকাল্লাহু খায়রান।
313064
০৫ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২২
আশাবাদী যুবক লিখেছেন : দারুণ আইডিয়া ৷
মুবারকবাদ ৷
০৬ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪৬
254222
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও অশেষ মোবারকবাদ।
১০
313779
০৮ এপ্রিল ২০১৫ রাত ১১:০৮
বৃত্তের বাইরে লিখেছেন : বাহ! দারুন তো! আপনাকে অনেক ধন্যবাদ
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৩১
254783
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও অশেষ মোবারকবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File