প্রীয় ডায়েরী
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৭ মার্চ, ২০১৫, ১০:২৬:১৩ সকাল
জীবনে কি করতে চাই, কি হতে চাই ? এই প্রশ্নের জবাবে আমাদের ভাবনা হওয়া উচিৎ , আমরা আল্লাহর রাহে কাজ করতে চাই।
আল্লাহ আমাদেরকে যে মেধা-প্রতিভা-যোগ্যতা দিয়েছেন সেসব আমরা ইসলামের কাজে লাগাতে চাই। আমরা শুধু নামমাত্র মুসলিম হতে চাই না। নিজেদের আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলতে চাই।
শুধু চাইলেই হবে না। চাওয়াটাকে পাওয়ার রূপান্তর করার জন্য আমাদেরকে তাতে আত্মনিয়োগ করতে হবে। দোষ ও গুণ প্রতিটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের অঙ্গ। নিজকে গড়ার জন্য তাই সর্বপ্রথম নিজের দোষ ও গুণ গুলোকে খুঁজে বের করতে হবে আমাদেরকে।
তারপর নিজ নিজ গুনকে বিকশিত করতে চর্চা ও দোষকে সংস্কার করতে অনুশীলন ও আপ্রাণ চেষ্টা করতে হবে। আর নিজের অগ্রগতি হচ্ছে কিনা সেটা জানার ও বোঝার সহজ ও ফলপ্রসূ মাধ্যম হচ্ছে আত্মপর্যালোচনা। তাই আমাদের প্রয়োজনএকটা আত্মপর্যালোচনার ডায়েরী তৈরি করা।
, জীবনের যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছি সে অনুযায়ী আমাদের অগ্রগতি হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। লক্ষ্য অর্জনের জন্য আনুষঙ্গিক বিষয় সমূহ কতটুকু আয়ত্তে এসেছে সেসব পর্যালোচনা করে নিজকে মূল্যায়নও আমাদের নিজেকেই করতে হবে। অন্যের চোখে না বরং শরীয়তের মানদণ্ডে আমাদেরকে নিজের চোখে উত্তম মানুষ হতে হবে। আমাদেরকে তেমন মানুষ হতে হবে যাদেরকে কখনোই নিজের বিবেকের কাছ থেকে পালিয়ে বেড়াতে হয় না। যারা বিবেকের চোখে চোখ রেখে পথ চলতে পারে।সেজন্য নিজের বিচার নিজেকেই করতে শিখতে ও জানতে হবে আমাদেরকে। আর এরজন্য নিয়মিত আত্মপর্যালোচনা করতে হবে। হযরত ওমর (রা) বলতেন, “তুমি কেয়ামতের দিন আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবার আগে দুনিয়াতে নিজেই নিজের হিসাব নাও”। আমাদেরকেও ঠিক এটাই করতে হবে। নিজেকেই নিজের পরীক্ষক হতে হবে। নিজেকেই নিজের পরীক্ষা নিতে হবে। ভুলের সংশোধন করতে হবে, প্রয়োজনে নিজকে শাস্তি দিতে হবে। তেমনি উত্তম কিছুর জন্য আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি নিজেকে পুরস্কৃতও করতে হবে। আর এমনটা আমরা তখনই করতে পারবে যখন নিজের সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকবে। তাই প্রতি রাতে আমরা আমাদের সারাদিনের কর্মকান্ডের পর্যালোচনা করে ঘুমোতে যাব কেমন??
ক্রিতজ্ঞতাঃ আফরোজা হাসান
বিষয়: বিবিধ
১০৫১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহ খাইরান ।
মন্তব্য করতে লগইন করুন