আমি তোমার বাপ হইতে পারি নাই এটা কি আমার অপরাধ??
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০২ মার্চ, ২০১৫, ১১:৫১:২৭ সকাল
কেন আগেই লিগাল ভাবে সরকার এই আইন করিলো না যে, অন্যের কুৎসা রচনা করা অত্যান্ত গর্হিত কাজ, এর জন্য কুৎসাকারীর কঠিন শাস্তি পাইতে হবে। তাহলেই কেউ আর অন্যের নামে কুৎসা রটনা করিবার সাহস পাইতো না। অনেকেই বলার চেষ্টা করিবেন, তাহাতে বাক স্বাধীনতার অবমুল্যায়ন হইবে, তখন তাদেরকে বলিবো, একটু সরল ভাবে চিন্তা করুন, ধরেন, জগন্য ভাষায় কুৎসা রটনাকারি হলাম এই অধম, আর যার নামে এই অশ্লীল কথা কটি কহিলাম সে আর কেউ না, সয়ং আপনি। তখন কি আপনি বুক ফুলিয়ে বলার চেষ্টা করিবেন, ইহা আমার বাকস্বাধীনতার ভেতরে, আর তাই আপনি কোন প্রতিবাদ করবেন না?
কিংবা ধরুন, আমি রটনা কারি, আর রটাইতেছি, আপনার ইশ্বরের নামে, তখনো কি আপনি আমার বাকের স্বাধীনতা দিয়া দিবেন?
তোমার বাবার নামে কুৎসা রটাইলে শাস্তির বিধান বানাইছেন মাননীয়া , আর আমার রবের নামে কুৎসা রটাইলে তারা হয় মুক্তমনা , মুক্তিযুদ্ধের শহীদ!! ??
এই প্রশ্নটি আপনাদের প্রতি রাখিয়া আজ সাঙ্গ দিলাম।
বিষয়: বিবিধ
৯৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন