একজনের সাথে আলাপ চারিতার কিছু অংশ........

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:১৮:৫৪ রাত

ভবিষ্যৎ আল্লাহই ভাল জানেন।আমি ভাল কিছু আশা করি।হিম্মত রাখেন আল্লাহ সহায় হবেন।কাউকে ঠিক করে ফেলার দ্বায়িত্ব আমাদের না, তবে চেষ্টা করা। সহযোগিতা করা আমাদের দ্বায়িত্ব তার ও হক।

আল্লাহর কাছে বেশী বেশী দোয়া করুন।মহাজ্ঞানী আল্লাহ যেন সব ঠিক করে দেন।আমাদের আসল বিচার তো আল্লাহর কাছেই চাওয়া উচিৎ।

প্রিয় ভাইয়েরা আমাদের পথ অনেক দীর্ঘ , আস্তে আস্তে রান করেন, অনেক দূর যেতে হবে, কোন বিষয়ে অস্থির হবেন না , ভাল করে চিন্তা ভাবনা করে আল্লাহর সাহায্য চেয়ে আগাবেন।

আর দুনিয়ার সব দ্বায়িত্ব আমার আপনার না সব বিষয়ে আমার/ আপনার জবাব দিতে হবে না আল্লাহর কাছে।যতটুকু সম্ভব কাজ করুন।

ইনশে আল্লাহ আপনি পারবেন, মহান আল্লাহ আপনার/আমার নেক নিয়ত পূর্ণ করুন। শয়তানের অচওচা থেকে হেফাযত করুন।

নিজের ভুলের দিকে বেশী বেশী নযর দিবেন তবে অন্যের ভুল আর দেখা লাগবে না । আমাদের নিজেদের যে কি অবস্থা তা তো আল্লাহ ছাড়া কেউ জানে না ।

সংগঠনে যোগ্য লোক ফেলে অযোগ্যদের মনোনীত করেন না , নিজের যোগ্যতা বৃদ্ধি করুন সংগঠনের প্রয়োজনেই, তবে অযোগ্যরা এম্নিতে ঝড়ে পড়বে।

ভুল হবে, সংশোধনের মনোবৃত্তি টাই আসল। আমরা তো মানুষ, মহান আল্লাহ তো তও বা কারীদের ভাল বাসেন।

কেউ একটা ভুল করলে তার সবটাই ভুল হয়ে যায় না । মহাব্বতের সাথে অন্যের কাজের ও মুল্যায়ন হওয়া প্রয়োজন।মুমিন মুমিন কে ভঁয় পাবে না , ভঁয় দেখাবে না। নিরাপদ মনে করবে এক দেহের ন্যায়।ভাত্রিত্বের বন্ধন দরকার, ভীত সন্ত্রস্ত করার প্রয়োজন নাই।

ভালবাসা দিয়ে, খোদাভীতি দিয়ে বুঝাবেন।মহান আল্লাহ আপনাকে/আমাকে হকের পথে অবিচল রাখুন।

যা হোক আল্লাহকে, পরকালকে স্বরন রাখবেন। আর আমরা নিজেদের ভুলের ব্যাপারে আরো সজাগ হই। আপনার ভুল হলে আপনি কেম্নটা আচরণ আশা করতেন সেইভাবে সংশোধনের চেষ্টা করবেন। আমাদের জন্য দোয়া করবেন।

মহান আল্লাহ যেন আপনার প্রতি বলা কথা গুলি আমাকে আমল করার তৌফিক দেন, ছোট হয়ে অনেক বড় কথা বলে ফেলেছি ক্ষমা করবেন ভাই।আল্লাহ হাফেজ।

বিষয়: বিবিধ

৯৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File