আমি ও স্বপ্ন দেখি!!

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৬ ডিসেম্বর, ২০১৪, ১২:৫৫:২৫ দুপুর



আমার একটা স্বপ্ন আছে! সে স্বপ্ন বিচিত্র কিনা জানিনা , জানিনা বাস্তব সম্মত কিনা তা ও ।তবু আমি সেই স্বপ্ন লালন করি, ভেবে ভেবে মুগ্ধ হই । অজানা ফুলক অনুভব করি। এটি যেন আমার অনুভুতির অনুভূতি, কল্পের কল্পনা । স্বপ্ন দ্রষ্টার স্বপন।

জানতে চান সে স্বপ্ন টা কি??

হ্যা নিশ্চয় ই বলব। কেন বলব না। যদি না বলি তবে আমার স্বপ্ন আলোর মুখ দেখবে কি করে??

আপনারাই তো আমার সেই স্বপ্নের স্পন্দিত কারিগর।

আমার স্বপ্ন হল প্রথমত আমি নিজে আমার সারে তিন হাত শরীরের রাজা। আমার হাত পা চুক্ষু নাসিকা সবই আমার প্রজা। আমি মুসলিম শাসক হিসাবে আমার এসব প্রজার সাথে কিরূপ আচরণ আপনারা প্রত্যাশা করেন বলেন দেখি?

চিন্তা করুন তো একবার আপনার শরীরের হক আপনি সঠিক ভাবে ইনসাফের সহিত আদায় করেন কিনা?? আপনি জানেন কি শেষ বিচারের দিন যখন আমার / আপনার মুখকে স্তব্দ করে দিবে, সে দিন হ্যা সেই দিন আমার/ আপনার বিরুদ্ধে এই আমাদের একান্ত প্রজাকুল স্বাক্ষী দিবে। তখন কি অবস্থা হবে আমার/ আপনার।

আমি আরো ভাবতে চাই আমার পরিবারের আমি একজন মুসলিম শাসক আমার পরিবার পরিজন আমার প্রজা , কারন আমরা প্রত্যেকেই দ্বায়িত্বশীল স্ব স্ব ক্ষেত্রে। তাদের সাথে আমার কি ইনসাফ করা হয়?? নাকি আপনজন বলে উপেক্ষা?? নাকি আমরা এতই নিঃস্বার্থ যে নিজের আহাল কে জ্বলন্ত অগ্নি হতে বাঁচাতে চাই না?

আমি সবচেয়ে বড় স্বপ্ন যেটি দেখি সেটি কি জানেন??

আমি চাই আমদের প্রত্যেকটি প্রতিষ্ঠান এক একটি ক্ষুদ্র ইসলামী রাস্ট্রের মত আচরণ করবে। শ্রমিকের গাম শোকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দিবে। কারো প্রতি অবিচার ও জুলুম করা হবে না। এটি চিন্তা করে আমি সবচেয়ে বেশি ফুলক অনুভব করি । কারন কি জানেন এতে আমার স্বার্থ আছে, আছে আমার লাভ।

কিন্তু যেই আমি নিজে অন্যের হক সঠিক ভাবে দিতে প্রস্তুত নই সেই আমি কি করে বৃহত্তর অঙ্গনে শান্তি প্রতিষ্ঠার দূত হয়ে আবির্ভূত হতে চাই , সেটি আমার বোধ অগম্য।

প্রিয় বন্ধুরা আপনাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত। আসলে কি আপনারা এর মধ্যে কোন স্বপ্ন দেখতে পান? নাকি আমার লিখিত প্রতিটি শব্দ কিংবা বাক্য আপনাদের সাথে কেবল প্রতারনায় করল। ভুল হলে ক্ষমা করবেন।

বিষয়: বিবিধ

১৩৩৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291732
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:০৬
একলা আগুন্তক লিখেছেন : আর ভালা মানুষ খুইজ্জা পাইলেন্না।।।
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৬
235289
হতভাগা লিখেছেন : মডারেটরদের নতুন আরেকটি গুটি মনে হয় । আপনি মনে হয় একলা আসেন নাই , সাথে মশা ০০৭ এদেরকেও নিয়ে মাঠে নেমেছেন ।
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫০
235296
সত্য নির্বাক কেন লিখেছেন : যার যত টুকু ভাল আর কি। ভাল অংশটুকু তো নিতে আপত্তি থাকার কথা না। আসুন আমরা দুর্বলতার সমালোচনা না করে সৎ গুণাবলী বিকাশে সহযোগী হই।
291733
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:০৭
একলা আগুন্তক লিখেছেন : আর ভালা মানুষ খুইজ্জা পাইলেন্না।।।
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫১
235298
সত্য নির্বাক কেন লিখেছেন : শুধু এই ছবির কারনেই মডুরা এটি নির্বাচিত করবেন না Tongue
291734
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:০৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমরা সব সময় স্বপ্নই দেখি কিন্তু সেটা বাস্তবায়নের চেষ্টা করি না।
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫২
235300
সত্য নির্বাক কেন লিখেছেন : বাস্তবায়নের প্রচেস্টাতো স্বপ্ন দেখার পরের কাজ।
তাই না?
291746
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৫
হতভাগা লিখেছেন : উনি হিজাব পড়ছে দেইখা আপনার স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে ।

এটা দেখেন




আপনার দেয় ছবিটা মনে হয় কোন আরব দেশে বা কোন আরব কূটনীতিকের সাথে দেখা করার সময়।
০৬ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৬
235305
সত্য নির্বাক কেন লিখেছেন : যদি সব সময় এমনই থাকতেন তবে আপনার নিশ্চয় ভাল লাগতো??
দেখুন তো এইভাবে চিন্তা করা যায় কিনা
আমরা অপরকে যে ভাবে তার সম্মুখে তারীফ ও সম্মান করে কথা বলি তার সিকি ভাগও যদি আমাদের পরিবারের আপন জনদের সাথে করতাম তাহলে আমি আপনি হয়ে উঠতাম সে পরিবারের সফল রাজা আর বাকিরা হতো সফল রাজার সুখী শান্তিকামী প্রজা। আসলে এটাই সত্যি আপঞ্জন বলে আমরা প্রতিনিয়ত তাদের উপেক্ষাই করে যাচ্ছি। তাদের কোন পরামর্শের ধার ধারিনা আমরা। পরিবার নামক এই ক্ষুদ্র রাষ্ট্রেও কুরআন ও সুন্নাহর আলোকে গণতন্ত্র চর্চার মাধ্যমে আমরা পেতেপারি একটা সম্ভাবনাময়য় সুন্দর পরিবার যা আগামী প্রজন্মের জন্য ইতিবাচক সুস্থ স্বয়ংসম্পূর্ণ আত্মপ্রত্যয়ী রাষ্ট্র গঠনের নিশ্চয়তা প্রধান করবে। এভাবে এই ক্ষুদ্র রাষ্ট্র গুলো সফল হলেই আমরা পাবো কোটি কোটি মানুষের বসবাসের যোগ্য বৃহত্তর এক সফল রাষ্ট্র ।

যে রাষ্ট্রের আকাশে শকুনের আনাগোনা থাকবেনা। বিষাক্ত সাপ ধ্বংসনের অপেক্ষায় হিশ হিশ শব্দ করবেনা। ডোবা নালায় অজ্ঞাত লাশ পোঁচে দুর্গন্ধ ছড়াবেনা। ক্ষমতার জন্য মানুষকে হত্যা করে শতভাগে খণ্ডিত হতে হবেনা। ফেলানিরা কাঁটা তাঁরে ঝুলে থাকবেনা। নারীরা বঞ্চিত হবেনা। উঁচুনিচু - ধনী গরীব থাকবেনা।
হাজারো স্বপ্ন আজ বন্দীশালায় গুমরে মরছে একটুখানি সাহসের আর ঐক্যের অভাবে।
আপনার মতো আমরাও স্বপ্ন দেখি শুধু নেই সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ভালোবাসা মমতা মাখা আন্তরিক অনুভূতি। নেই ঐক্য, আনুগত্য আর ঈমানী শক্তি।
আল্লাহ্‌ আপনার স্বপ্ন প্রতিষ্ঠার প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদেরকে আপনার সহযোদ্ধা হিসেবে সেই ঈমানী আমলি যোগ্যতা দান করুন। আমীন ..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File