আচ্ছা শহীদ মিনার নিয়ে গেলে কি বেহেস্থের সার্টিফিকেট নিশ্চিত হয়???
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৪ অক্টোবর, ২০১৪, ১২:৩৮:০৩ দুপুর
আচ্ছা শহীদ মিনার নিয়ে গেলে কি বেহেস্থের সার্টিফিকেট নিশ্চিত হয়???
মৃতের জন্য কি এটা কোন গুরুত্বপূর্ণ বিষয়??
আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি এজন্য যে একজন সম্মানিত মানুষের মৃত দেহ নিয়ে শিরকের একটা স্থানে নেওয়া হবে না ।
সম্মান হারায় নি পিয়াস করিম বরং বিতর্কিত এবং সম্মান বর্জিত হল শহীদ মিনার।
কারন সম্মান আসে আর থাকে মানুষের মন থেকে, কোন ঝড় পদার্থের অবস্থানের জায়গা থেকে নয়।
বজ্র আঘাতে ভাঙ্গে একসাথে কঠিন পাষাণ কারা
দুর্বার বেগে দুরন্ত বেগে জাগায় ঘুমের পারা
নির্ভীক ওরা কারা........................।।
ওরা এদেশের জাগ্রত চেতনা..................
শহীদ মিনারের সামনে নয় মনের মন্দিরে তার ম্যুরাল স্থাপন করে সাহসের সাথে পথ চলায় আজকের সময়ের সবচেয়ে বড় দাবী।
হে চেতনা ব্যবসায়ী তোমাদের আব্বা হুজুর যখন ১৯৭৪ সালে খুনি ভুট্টু কে দাওয়াত দিয়ে লাল গালিছা সংবর্ধনা দিয়েছে তখন এই কুলাঙ্গারের ভার বইছিল কেম্নে বাংলাদেশ ??
নাকি দুই কুলাঙ্গার এক সাথে ছিল বলেই পুন্য হয়েছিল বাংলাদেশের । ছিঃ চেতনা ছিঃ
থুতু তোদের চেতনার ব্যবসায়
নির্লজ্জ আর বেহায়া না হলে কেউ আম্লিক হইতে পারে না.............
যে যত বড় নির্লজ্জ বেহায়া ও বেয়াদব সে আম্লিগ এর তত বড় নেতা..........
তদুপরি তাদের ইসলাম বিদ্বেষী হইতেই হবে.............
আর তার অনুষঙ্গ হিসাবে সমাজে যত অপকর্ম আছে তার শীর্ষ স্থানে অবস্থান........
দুর্নীতি, অন্যায়, অবিচার, গুম, খুন, অনৈতিক অসামাজিক কার্যকলাপে ও নেতৃস্থানীয় তারা......
একটি সমাজ একটি দেশকে ধ্বংস করার জন্য আম্লিগ এর চেয়ে বড় কোন অপ শক্তি বাংলাদেশে আর দ্বিতীয়টি নাই।
এত কিছু জানার পরও আমরা কেন তাদের অধিনে থেকে গা সওয়া হয়ে গেছি???
চলছে আমাদের জীবন, সমাজ, সংসার!!
আসলে কি কেউ নেই তাদের কালো হাত গুঁড়িয়ে দেওয়ার??
আসুন না সবাই মিলে একবার ঘুরে দাঁড়ায়। আছেন নাকি কোন সাহসী যুবক??
হাসু সরকারের ভাইরাসে আক্রান্ত হয়ে আজ বাংলাদেশের অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে পড়েছে।
দলের বাহিরে কেও ভাল করলে ও তাকে ভাল বলা যাবে না , এটা একটা অসুস্থ চিন্তা ও চেতনা।
মতদৈততা থাকতেই পারে , তাই বলে তার লাশ নিয়ে ও ?? এটা কোন পর্যায়ের অসুস্থতা তা আমার বোধগম্য নয় । সবার আগে মানুষ হওয়া প্রয়োজন কারন মানুষের জন্যই ধর্ম আর রাজনীতি, কোন পশুর জন্য নয়।।
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একদম চরমভাবে সহমত।
মুসলমানদের মিণার একটাই- সেটা মসজিদের মিণার
কোন মুসলমানের লাশ ঐ অপবিত্র জায়গায় নেয়াটাই অন্যায়!!
ইবনে আহমাদ লিখেছেন : আমি মনে করি এই শহীদ মিনারে নেয়ার রেয়াজটা বর্জন করার সময় এসেছে। আগমাীতে আর কাউকে শহীদ মিনারে নিয়ে গিয়ে নতুন শিরক করার প্রয়োজন নেই।
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন