মাসুদ ভাই তোমার সাথী হওয়া কপালে নাই .... কেমনে হবু তোমার সাথী....
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১১ আগস্ট, ২০১৪, ১২:৪৩:২৭ দুপুর
মাসুদ ভাই তোমার সাথী হওয়া কপালে নাই .... কেমনে হবু তোমার সাথী....
গতকাল রাত ১২:৩০ টা। বাসার অদূরেই রাজপথ, মানে মেইন রোড। সেক্টরের সব গলিপথ তালা দেওয়া, তাই মেইন রোড ই পার্ক করা ছিল আমাদের গাড়ীটা। গাড়ীতে ড্রাইভার ছাড়া কেও নেই। চুপচাপ, নিরব রাতের রাজপথ।শো শো এগিয়ে যাচ্ছে মাঝে মাঝে কয়েকটি গাড়ী, স্বজোরে। এমনই একটি গাড়ী পার্ক করা গাড়ীর সাথে হার্ড ব্রেক কষেই সামনে দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়ল রাতের হায়েনা টহল পুলিশ।
পার্ক করা গাড়ীর ড্রাইভারটি সদ্য কারামুক্ত। মাত্র কয়দিন আগেই একই থানার পুলিশ গুলো রাত্রে এই রকম পার্ক করা অবস্থা হতে গাড়ীতে রাখা BM এর ৭৫০০০ টাকা সমেত তাকে ধরে নিয়ে যায়। অনেক পিটাপিটি করে ও কাকে কোথায় নিয়ে আসে বের করতে না পেরে ৭৫০০০ টাকা লুকিয়ে খেয়ে ফেলার লোভ সামলাতে না পেরে জেল হাজতে প্রেরণ করে তাকে , সাথে গাড়ীটি ও আটকে রাখে থানায় , পরে কয়েক লক্ষ খরচ করে গাড়ীটি উদ্ধার করা হয় বেশ কয়দিন পরে। এখন ও সেই একই ড্রাইভার গাড়ী ভিন্ন।ড্রাইভারের চেহারায় ও পরিবর্তন এনেছে কিছু একটা করে।
আমি আর বড় ভাই, নেটে সামান্য কাজ ছিল তা শেষ করি। বড় ভাইকে গাড়িতে তুলে দেওয়ার মানসে এগিয়ে যায় মেইন রোডের দিকে, অগ্রসর হই আরো ।
কাছাকাছি গিয়ে বড়ভাই আমাকে বলে চলে যান। আমি কি মনে করে গাড়ীর দিকে থাকাতেই দেখি আমাদের গাড়ীর সামনে পার্ক করা পুলিশ ভ্যান। বড়ভাইকে বললে ও সে গাড়ীর দিকে এগিয়ে যায়। আমি সামনের সিটের দিকে থাকাইয়া দেখি একজন বসে আছে, মনে করলাম বড় ভাইয়ের সফর সঙ্গী হয়ত, কিন্তু না। কাছেই গিয়ে ভুত দেখার মত চমকে উঠি । দেখি পুলিশ বসে আছে গাড়ীতে.........
মহজ্ঞানী আল্লাহ্ কোথা থেকে আমাকে এত সাহস দিল জানিনা, সাথে সাথে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক ও রাখল ,আলহামদুলিল্লাহ্।
আমি সামনের দরজা খুললাম বড় ভাই আমার পিছনে , জিজ্ঞাসা করলাম কি হয়েছে? বলে এত রাতে এখানে কি? গাড়ী থানায় নিয়ে যাব , এর কাগজ পত্র নেই।
ড্রাইভার কে আমি ঝাড়ী দিলাম। কি কাগজ ছাড়া বাহির হয়েছেন কেন?
দেন, টাকা আছে?
ড্রাইভার বলে কি? নাই!
আমি বড়ভাইকে বললাম আপনার কাছে টাকা আছে?
বলে কত?
এই সুযোগে ড্রাইভার গাড়ী থেকে নেমে ঘুরে আমাদের কাছে এসে বড় ভাইকে বলল আপনি এই ফাঁকে চলে যান।(নিজের চেয়ে কত মায়ায় বড় ভাইকে ভালবাসে)
আর ড্রাইভার বলল টাকা দেন এক হাজার।
আমার পরনে ছিল লুঙ্গী , ভাবখানা লোকাল লোকাল।
পুলিশকে উদ্দেশ্য করে বললাম আমার বাসা এখানেই ,রাস্তার গেইট সব লক হয়ে গেছে তাই এখানে পারকিং করেছে।
সে ও কিছুটা আস্বস্থ হয় বিশেষ করে নগদ টাকার লোভে। কিন্তু বড় ভাই বাহির করে ১০০ পরে ২০০ টাকা কোন রকম কনবিঞ্জ করে পাগাড় পার....... আল্লাহর অশেষ মেহের বানীতে। না হয় আজকে আপনাদের সাথে না থেকে নীচের ছবির যায়গায় থাকতাম।
আল্লাহ্ ক্ষমা করুন। সকলে দোয়া করবেন। বড় ভাইটি খাঁটি জিনিষ আছিল......... তাদের লোভ তাদের অন্ধ করে দিয়েছে...... ওল্লাহু আলামু।
গঠনাঃ গত রাতের
বিষয়: বিবিধ
১৬০৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন