অফিসে আসতে আসতে মওলানা সাঈদী......।
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০৬ জুলাই, ২০১৪, ০৯:২১:১১ সকাল
অফিসে আসতে আসতে জনাব মওলানা দেলোয়ার হোসাইন সাইদীর ওয়াজ শুনতে ছিলাম কাকতালীয় ভাবে। মানে অন্য কিছু শুনতে শুনতে চলে আসছিল তাই কি বলে একটু শুনলাম । ওমা অবাক কান্ড কিছুক্ষন পর দেখি আমার চোখ দিয়ে অবিরত পানি পড়া শুরু হয়ে গেছে। অনেক কলিগের সামনে আমি খুবই বিব্রত বোধ করছি । কি দরাজ গলা , দয়াদ্র মায়াময় ভাষা। কি অপূর্ব ছন্দ ,কি অন্তর বিদীর্ণ কারী তেলাওয়াত আর অসাধারণ বর্ণনা। আলোচনা করছিলেন ফেরাস্তাদের নিয়ে । এতে আসল তাদের পরিচয় তাদের প্রতি ঈমান, তাদের কর্ম, তাদের মাধ্যমে আনিত গ্রন্থ আল কোরআন। সম্পূরক হিসাবে আসল প্রচলিত শিক্ষা ব্যবস্থা । বললেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি হয় কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা তৈরি হয় না। অপর দিকে কলেজ, বিশ্ববিদ্যালয়ে দেশ পরিচালনার যোগ্যতা তৈরি হলে ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয় না। পৃথিবীর কোথাও দু ধারার শিক্ষা ব্যবস্থা নেই। আমাদের এই উপমহাদেশে এটি ব্রিটিশের দেওয়া বিষ বৃক্ষ যাতে জাতী আজীবন পরস্পর বিরোধিতায় থাকে।
হজরত ওমর রাঃ ইসলাম গ্রহণের প্রাক কালের চিন্তা ও রাসুল সাঃ এর নামাজের তেলাওয়াতের মাধ্যমে সাথে সাথে জবাব পাওয়া।
অতঃপর কোরানকে তিনি বললেন কাগজে লিখা রসগোল্লার রেসেপির মত যাকে গোল করে পাকিয়ে খাইলে কোন স্বাদ পাওয়া যাবে না, কিন্তু যেভাবে লিখা আছে সেভাবে দুধ চিনি কিনে পদ্ধতি অনুযায়ী বানিয়ে খেলে আসল স্বাদ পাওয়া যায় । কোরআনকে ও সমাজে রাস্ট্রে বাস্তবায়ন করার মধ্যেই এর আসল তাৎপর্য নিহিত। কোরআন আমাদের মাইর খাওয়ানোর জন্য আসেনি । তবে পৃথিবীর দিকে দিকে মুসলমানরা এত লাঞ্ছিত এবং অপমানিত কেন? কারন তারা এর অনুসরণ করছে না ........
আর শুনতে পারলাম না কারন অফিসের গাড়ী তার গন্তব্যে পৌছে গেছে।
আসুন কোরআন নাযিলের এই মাসে আমরা কোরআনকে অর্থ সহ বুঝে পড়ি, আর আল কোরআনের সমাজ গড়ি।
কোরআনের পাখিকে আজ নতুন ভাবে উপলব্ধি করলাম। কেন তিনি বাতিলের আতংক। কারন তিনি মানুষকে বাস্তব জ্ঞানের ভিত্তিতে মানুষকে বুঝাতে সক্ষম। হে মাবূদ তোমার এই গোলামকে আমাদের এই প্রীয় শ্রদ্ধেয় আলেম কে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আমদেরকে শক্তি দাও , সাম্রথ দাও , জ্ঞান দাও , কৌশল জানিয়ে দাও জালিমের কারাগার হতে এই মুরব্বী বয়োবৃদ্ধ অসুস্থ মানুষটাকে যেন ফিরিয়ে আনতে পারি সেই সক্ষমতা দাও............
বিষয়: বিবিধ
১৪৭৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিশু একাডেমী, লেখক শিবির (কমিউনিস্ট), বিএনসিসি বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছি।
একজন বক্তা হিসাবে মাওলানা সাঈদীকে মূল্যায়ন করতে গিয়ে এটুকু বলতে পারি যে তিনি তার শ্রোতাদের কছে উপযোগী করে বক্তব্য দিতে আসাধারণ।
আল্লাহর এক অশেষ নিয়ামত। ভারতের ষড়যন্ত্রে তিনি আজ কারাগারে। জীবিত বা শহীদ সাঈদী সমান প্রভাবশালী। আল্লাহ এই মজলুমকে স্বাভাবিক বা অস্বাভাবিক ইন্তেকালে জান্নাত দ্বান করুন।
মন্তব্য করতে লগইন করুন