আজ কারা মুক্ত হলেন ৫ বোন। গতকাল ৪।

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ০২ জুলাই, ২০১৪, ০৩:০০:৩৫ দুপুর



আলহামদুলিল্লাহ্‌

ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিম্পুর কারাগার হতে২৪ বোনের মধ্যে ৯ বোন জামিনে মুক্তি পেয়ে বাহির হয়েছেন।

আজকে আর ও নয় বোনের জামিন হয়েছে।

তারা যেন সহজে বের হতে পারেন এই জন্য দোয়া করবেন সকলে।

আরো ৬ বোন জামিন বিহীন কারাবন্ধি আছেন। তারা যেন মুক্ত হয় জালিমের কারাগার হতে এই জন্য সকলে বিশেষ পার্থনা করবেন।

সকাল ৯.০০ টা হতে কারা গেইটে অযতা হয়রানী করে কারা কতৃপক্ষ। অবশেষে দুপুর ১:৩০ টার সময় কারা ফটক থেকে মুক্ত হন আজ ৫ বোন।গতকাল রাতেই অপর ৪ বোন ঢাকা কেন্দ্রীয় কারাগার হতে মুক্ত হন।

মহান প্রভু আমাদের সকল ভাই বোনদের উপর রহম করুন।

বিষয়: বিবিধ

১৩১৩ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240909
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৯
হতভাগা লিখেছেন : কে এই জিম্মাদার ?
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩২
186960
সত্য নির্বাক কেন লিখেছেন : আমি পাপী তিনি জামিনদার ।আমি পাপী তিনি জামিনদার ।
০৩ জুলাই ২০১৪ সকাল ১০:০৬
187225
হতভাগা লিখেছেন : সময় থাকতে মনা হুশিয়ার .....
240910
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:২১
আফরা লিখেছেন : আলহাদুল্লিলাহ !ইনশা আল্লাহ !বাকী বোন গুলো মুক্ত হবেন ।আল্লাহ সবার উপর রহম করুন । আমীন ।
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩২
186959
সত্য নির্বাক কেন লিখেছেন : আমিন।
240916
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩২
শিশির ভেজা ভোর লিখেছেন : জামিনই যদি দিবি তাহলে ধরলি কেনো হালার বলদা সরকার।
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩৯
186962
আবু নাজিব লিখেছেন : প্রতিহিংসাপরায়নতা। আন্দোলনের বোনদেরকে আরো বেশি পাকাপোক্ত করা এবং তাদের জান্নাত নিশ্চিত করা।
০২ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৯
186986
সত্য নির্বাক কেন লিখেছেন : ধরেছে তাদের চরম ইসলাম বিদ্বেষী মনোভাবের কারনে। কিন্তু শয়তানের চক্রান্ত অত্যান্ত দুর্বল।
240923
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪১
আমি মুসাফির লিখেছেন : আল্লাহ এই জালেম সরকারকে হেদায়েত দিন নইলে ফেরাউন নমরুদের মত শাস্তি দিন। আমীন।

বোনদের জন্য সবাইকে মন ভরে দোয়া করা উচিত কারণ এরা কোরান তালিম দেয় এবং দ্বিনি শিক্ষা দেয় ।
০২ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৫
186983
সত্য নির্বাক কেন লিখেছেন : আমিন। সঠিক বলেছেন। আমার বউ ইংলিশ এ অনার্স মাস্টার্স হলে ও মোয়াল্লিম প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রী সংস্থার কল্যাণে। সে দেখি কোরআনের তালিম দিয়ে বেড়ায়। কোনদিন যে কি হয়?? কোরআন তালিমের অপরাধে।
240930
০২ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৮
ছিঁচকে চোর লিখেছেন : ঈমানী পরীক্ষা। মাঝে মাঝে ধরা ভালো।
০২ জুলাই ২০১৪ বিকাল ০৪:০০
186978
সত্য নির্বাক কেন লিখেছেন : এই সুযোগে কয়েক দিনের টি সি করে নেওয়া মন্দ না....
০২ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৩
186982
ছিঁচকে চোর লিখেছেন : এক্সাটলি রাইট ইউ আর
240936
০২ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৩
সন্ধাতারা লিখেছেন : Alhamdulillah! It is a great news.
০৩ জুলাই ২০১৪ সকাল ০৮:৪১
187210
সত্য নির্বাক কেন লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌
240945
০২ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৮
ভিশু লিখেছেন : আলহামদুলিল্লাহ! তাঁদেরকে আমাদের সালাম জানাবেন! মহান আল্লাহ তাঁর যেসব সৃষ্টিকে নিয়ে গর্ব করেন - সেই তালিকায় তাঁদের নাম লেখা হয়ে গেছে, ইনশাআল্লাহ! উই রিয়্যালি স্যালুট দেম... Loser Praying Happy Good Luck Rose
০৩ জুলাই ২০১৪ সকাল ০৮:৪৩
187211
সত্য নির্বাক কেন লিখেছেন : জ্যি ভাইয়া আজ আল্লাহ্‌ চাহেতো নয় বোনের সাথে দেখা হবে। অন্তত তাদেরকে আপনাদের সালাম পৌছানোর চেষ্টা ক্রব।যদি মনে থাকে। যাযাকাল্লাহ।
240990
০২ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৫
মনসুর আহামেদ লিখেছেন : প্রথমে বলতে হবে, আলহামদুলিল্লাহ।
কোন এক আলোচনায়, প্রফেসর গোলাম আযম সাহেব বলেছিল। আমার যদি ক্ষমতা
থাকতো, তা হলে সবাইকে তিন মাস করে জেল দিতাম। এর দ্বারা বুঝাতে চেয়েছিলেন। আল্লাহের সাথে বান্দার সর্ম্পকটা জোড়ালো করার জন্য। আমিন।
০৩ জুলাই ২০১৪ সকাল ০৮:৪৪
187212
সত্য নির্বাক কেন লিখেছেন : হয়ত....। অনেক কষ্ট ও বটে। তবে মুমিন সর্বাবস্থায় তাদের সময়কে কাজে লাগায়।
241026
০২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:০২
সালমা লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌. আলহামদুলিল্লাহ্‌.
০৩ জুলাই ২০১৪ সকাল ০৮:৪৪
187213
সত্য নির্বাক কেন লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌
১০
241043
০২ জুলাই ২০১৪ রাত ০৮:০২
বাংলার দামাল সন্তান লিখেছেন : আফরা লিখেছেন : আলহাদুল্লিলাহ !ইনশা আল্লাহ !বাকী বোন গুলো মুক্ত হবেন ।আল্লাহ সবার উপর রহম করুন । আমীন ।
০৩ জুলাই ২০১৪ সকাল ০৮:৪৫
187214
সত্য নির্বাক কেন লিখেছেন : আমিন। চুম্মা আমিন।
১১
241051
০২ জুলাই ২০১৪ রাত ০৮:৩১
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : আলহামদুলিল্লাহ ।
০৩ জুলাই ২০১৪ সকাল ০৮:৪৫
187215
সত্য নির্বাক কেন লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File