শব্দহীন স্বপ্ন............

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১২ জুন, ২০১৪, ১১:৪৭:৩৬ সকাল



শব্দহীন স্বপ্ন............

কর্মহীন ভবিষ্যতের স্বপন বুনে চলছে বাংলাদেশ...................

আপনি প্রস্তুত তো??

ঘুমের গোরে বেহুঁশ হওয়ার জন্য??

যদি না হন তবে ওই বাংলাদেশ আপনার জন্য নয়!!

কি ভাই, বেহুদা কথা কইলাম নাকি??

যদি তা হয়, তবে প্লীজ আমাকে বলুন।

স্বপ্ন জাগানিয়া ভবিষ্যৎ টা কি?

কি তার পরিকল্পনা, কিসে তার বাস্তবায়ন?

কে আঁকছে সে স্বপ্নের প্ল্যান??

তবে!!

তবে হে, কি তাহলে আমাদের করণীয়??

তা বাতলে দেওয়ার কেও আছেন কি বর্তমান????????????

তাইলে আওয়াজ দিন ..............

"শব্দহীন স্বপ্ন চাই না....... চাই না কর্মহীন ভবিষ্যৎ ও "

আমাদের প্রজন্ম কে রেখে যেতে চাই না কোন অস্তির স্বপ্নালোকে।

তবে ভাই বসে কেন??

আসুন না এগিয়ে যাই একদাপ।

সেটি আবার কি??

হ্যা তা বলছিঃ- তা হল আপনার পরিবারকে নিয়ে বসুন।

ঘর থেকে শুরু হোক একদাপ এগিয়ে যাওয়া,

যেহেতু রাস্ট্র সক্ষমতা হারিয়েছে নির্ভুল পথ চলায়।

আপনার ঘরে নিয়মিত কোরআন হাদিস চর্চা হয় তো ?



তবে শুরু হোক ঘর থেকে পথ চলা...........

বিষয়: বিবিধ

১০৫৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234119
১২ জুন ২০১৪ সকাল ১১:৫৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১২ জুন ২০১৪ দুপুর ১২:১২
180770
সত্য নির্বাক কেন লিখেছেন : আপনাকে ও মোবারকবাদ
234170
১২ জুন ২০১৪ দুপুর ০১:২৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : তবে শুরু হোক ঘর থেকে পথ চলা........... সুন্দর আহ্বান! অনেক ধন্যবাদ
১৪ জুন ২০১৪ রাত ১১:৩৪
181545
সত্য নির্বাক কেন লিখেছেন : যাযাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File