মা তুঁই চিন্তা ন গইর্য্য
লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৩ মে, ২০১৪, ০৯:৪৭:৪৫ সকাল
মা তুঁই চিন্তা ন গইর্য্য, আঁরা শিবিরের পোয়াক্কল বেক এক ওঁয়ারে আছি। খানাদানার কোন অসুবিদা ন অয়। আঁরা গম আছি মা তুঁই চিন্তা ন গইর্য্য।
প্রিজন ভ্যানের ছোট ছোট ছিদ্র দিয়ে কথাগুলো বললো ছেলে গাড়ির পাশে দাঁড়ানো তার মাকে উদ্দেশ্য করে। মা বলতে থাকে,
অ পুত তুই তো চুরি ন হরস, ডাহাতিও হরস, ক্যন তোরে বাইন্ধলো? অ্যাই অন ক্যান কইর্য্যুম। অ পুত অ পুত...
ততক্ষনে গাড়ি চলতে শুরু করে। চট্টগ্রাম কোর্টের পাহাড়ী সরু রাস্তা ধরে ধীরে ধীরে নামতে থাকে। মা ও দৌড়াতে শুরু করেন। মা চিৎকার করে কাঁদতে থাকেন...
এদিকে ছেলেও কাঁদতে থাকে সে চিৎকার করে বলতে থাকে
অ মা তুঁই থিয়ো। অ মা তুঁই থিয়ো। দৌড়াইতা কা লাইগ্যো...
মার দৌড়ানো বন্ধ হয় না। দৌড়াতে দৌড়াতে আছড়ে পড়েন। আবার উঠে দৌড়াতে থাকেন। আবারো আছড়ে পড়েন। আর উঠতে পারেন না। তাকিয়ে থাকেন প্রিজন ভ্যানের গতিপথের দিকে। যে দিকে হারিয়ে গেছে তার ছেলে তার দৃষ্টিসীমা পেরিয়ে।
সেসব মা দের প্রতি সমবেদনা যারা তাদের নিরপরাধ সন্তানের মুক্তির জন্য দিগ্বিদিক ছোটাছুটি করছেন। কখনো জেলখানা, কখনো কোর্ট। মহান আল্লাহ্র কাছে দোয়া করি, হে আল্লাহ্ তুমি এই মা দের চোখের পানি কবুল কর। এই চোখের পানিতে ডুবিয়ে মার জালিমদের। আমীন।
বিষয়: বিবিধ
১৩৭০ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোর জন্য খুব আফসোস হয়।
তোর পেটে ধারন করা এ সন্তান তোর নয়।
যদি তাই হয়, তাহলে ওরা কোন তোর সন্তানদের হত্যা করে?
মন্তব্য করতে লগইন করুন